গত শনিবার সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। সন্তান জন্মের পর থেকেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। নিস্তার নেই এ ক্ষেত্রেও। আলিয়া ভাট অথবা শ্রীদেবীর সঙ্গে তুলনা টেনে অনেকেই দাবি করেছেন বিয়ের আগেই সন্তানসম্ভবা হওয়ার কথা। এ নিয়েই যখন সামাজিক মাধ্যমে চলছে চিরুনিতল্লাশি ঠিক তখনই শ্রীময়ীর এক মন্তব্য নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে।
১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে করেন কাঞ্চন-শ্রীময়ী। তাঁর ঠিক কয়দিন পর অর্থাৎ ২ মার্চ সামাজিক বিয়েটাও সেরে ফেলেন তাঁরা। সন্তান আসে ২ নভেম্বর। অঙ্ক কষে নেটিজেনদের প্রশ্ন, ‘আট মাসেই কি তবে মা হলেন শ্রীময়ী?’ প্রি-ম্যাচিওর বেবির তত্ত্বও উড়িয়ে দিয়েছেন তাঁরা। কারণ মা হওয়ার পরে শ্রীময়ী নিজেই লিখেছেন, “একটা লম্বা জার্নি, ৯ মাসের জার্নি। অনেক আবেগ ও শারীরিক উথালপাথালের সাক্ষী হতে হয়েছে। একটা ছোট্ট জীবন আমার দিকে তাক করে লাথি ছুড়ত। এই অনুভূতি অভূতপূর্ব। অনেক অপেক্ষার পর আমার ছোট্ট পরী এসেছে। ওকে দেখার মনে হয়েছে এই সব ব্যথা কষ্ট আদপে তুচ্ছ, এর থেকে ভাল অনুভূতি আর কিচ্ছু হতে পারে না।”
সোশ্যাল মিডিয়ায় যখন চলছে জোরদার ট্রোলিং ঠিক তখনই টলিপাড়ার এই জুটি পাশে পেয়েছেন ভক্তদের। তাঁরা বলেছেন, “বাচ্চাটাকে এর মধ্যে জুড়ে দেওয়ার কারণ নেই। ও এসবের কিচ্ছুটি জানে না। ও নিষ্পাপ। ওকে ভাল থাকতে দিন। অনেক হয়েছে।” প্রসঙ্গত, এই মুহূর্তে মল্লিক ও চট্টরাজ পরিবারে খুশির জোয়ার। মেয়েই চেয়েছিলেন দু’জনে। সেই আশাই পূর্ণ হয়েছে। টিভিনাইন বাংলাকে শ্রীময়ী বলছিলেন, ” কাঞ্চন আমায় বলে, ‘আমাদের আমাদের সম্পর্ককে অনেক কটাক্ষ করা হয়েছে, আমি চাই না আমাদের সন্তান আসার আগেই তাকে নিয়ে চর্চা শুরু হয়ে যাক’। তাই প্রেগন্যান্সি শুটের ছবি দিইনি।” আপাতত মেয়েকে নিয়েই কাটছে তাঁদের জীবন।