‘এই ভদ্রলোক হয়তো…’, বন্ধু খরাজকে নিয়ে অকপট শ্রীময়ী, ফিরে গেলেন অতীতে
Kharaj Mukherjee: এক ব্যক্তিকে নিয়ে আবেগঘন শ্রীময়ী। মন উজাড় করে জানালেন ভালবাসা, একই সঙ্গে ফিরে গেলেন সেই সুদূর অতীতেও। সেই মানুষটি আর কেউ নন, অভিনেতা-গায়ক খরাজ মুখোপাধ্যায়।

শ্রীময়ী চট্টরাজকে নিয়ে আলোচনার শেষ নেই। কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁর বিয়ে, সদ্য সেরে আসা হনিমুন এবং তা নিয়ে একগুচ্ছ মিমে এই মুহূর্তে ছয়লাপ সামাজিক মাধ্যম। তবে এরই মধ্যে এক ব্যক্তিকে নিয়ে আবেগঘন শ্রীময়ী। মন উজাড় করে জানালেন ভালবাসা, একই সঙ্গে ফিরে গেলেন সেই সুদূর অতীতেও। সেই মানুষটি আর কেউ নন, অভিনেতা-গায়ক খরাজ মুখোপাধ্যায়। শ্রীময়ী নিজেই জানিয়েছেন অভিনয় জীবনে তাঁর হাতেখড়ি ওই মানুষটির হাত ধরেই।
দু’দিন আগেই খরাজ মুখোপাধ্যায়ের জন্মদিন গিয়েছে। আর সেই উপলক্ষেই ভালবাসা জানিয়েছেন শ্রীময়ী। খরাজের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “শুভ জন্মদিন, ইন্ডাস্ট্রিতে খুব কম আমার বন্ধু আছে। তার মধ্যে এই ভদ্রলোক একজন, হয়তো বলবেন এত বড় মানুষ বন্ধু হয় কি করে, হ্যাঁ উনি জানেন যে কিভাবে বন্ধুসুলভ আচরণ দিয়ে একজন ছাত্রীকে শিক্ষা দিতে হয়। আজ আমি অভিনয়, থিয়েটার, ফাংশন যেটুকু শিখেছি,হয়তো এখনো অনেক অনেক শেখা বাকি আছে, কিন্তু যতোটুকু জ্ঞান অর্জন করেছি, যতটুকু শিক্ষা পেয়েছি তার জন্য এই মানুষটার অবদান আমার জীবনে অতুলনীয়।”
এখানেই থামেননি শ্রীময়ী। তিনি আরও লেখেন, “শুধু এটুকুই বলবো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ,অনেক অনেক ভালোবাসা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের মত শিক্ষাগুরু পাওয়া ভাগ্যের ব্যাপার, এখন তো ভালো শিক্ষা ,ভালো পরামর্শ দেওয়ার লোক চারপাশ থেকে হারিয়ে যাচ্ছে, তাই এটুকু বলব তোমাদের মত প্রাণবন্ত অভিনেতা, বহুমুখী প্রতিভাবান শিল্পীরা অটুট থাকুক। ভালবাসি দাদা।” অতীতে কাঞ্চনকেও নিজের শিক্ষাগুরু বলে উল্লেখ করেছিলেন তিনি। জানিয়েছিলেন প্রণাম। যতই বয়স বাড়ুক শিকড় ভোলেন না শ্রীময়ী, সে প্রমাণই যেন দিলেন আরও একবার।
