‘আমার বয়স্ক লোকই…’, শ্রীময়ীর বিয়ের আগের ভিডিয়ো ভাইরাল

কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে নিয়ে আলোচনার শেষ নেই। বছরের শুরুতেই সবাইকে চমকে বিয়ে করেন যুগলে। তার আগে নিজেদের সম্পর্ক সকলের আড়ালেই রেখেছিলেন। ফেব্রুয়ারি মাসে তাঁদের আইনি বিয়ের পর শ্রীময়ী-কাঞ্চনের বয়সের পার্থক্য নিয়ে বিপুল সমালোচনা চলেছিল। কারণ কাঞ্চনের বয়স ৫৬।

'আমার বয়স্ক লোকই...', শ্রীময়ীর বিয়ের আগের ভিডিয়ো ভাইরাল
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2024 | 5:14 PM

কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে নিয়ে আলোচনার শেষ নেই। বছরের শুরুতেই সবাইকে চমকে বিয়ে করেন যুগলে। তার আগে নিজেদের সম্পর্ক সকলের আড়ালেই রেখেছিলেন। ফেব্রুয়ারি মাসে তাঁদের আইনি বিয়ের পর শ্রীময়ী-কাঞ্চনের বয়সের পার্থক্য নিয়ে বিপুল সমালোচনা চলেছিল। কারণ কাঞ্চনের বয়স ৫৬।

অন্য দিকে শ্রীময়ী ৩০-এর কোঠাও পার করেননি এখনও। অনেকেই সমালোচনা করেছিলেন। এই পরিস্থিতিতে ভাইরাল শ্রীময়ীর পুরনো একটি ভিডিয়ো। যেখানে তিনি জানিয়েছিলেন যে তাঁর একটু বয়স্ক মানুষই পছন্দ। ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এসে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে এ কথা বলেছিলেন অভিনেত্রী। যা শুনে রীতিমতো অবাক হয়ে যান রচনা। সেই সঙ্গে পাশে দাঁড়িয়ে শ্রীময়ীর মা-ও জানান তাঁর মেয়ের পছন্দের কথা।

কী বলেছিলেন শ্রীময়ী? অভিনেত্রী বলেন, “একটু সিনিয়র লোক আমার ভাল লাগে। একটু প্যাম্পার করবে। একটু কেয়ারিং হবে। আমার খুব ভাল লাগে এসব। মা আমার বিয়ে নিয়ে খুব চিন্তিত। মা বলেন আমি সারাদিন যা দুষ্টুমি করি শ্বশুরবাড়ি থেকে বার করে দেবে।” অভিনেত্রীর কথা শুনে হেসে পাগল রচনা। উল্লেখ্য়, কিছু দিন আগে মেয়ে হয়েছে তাঁদের। তা নিয়েও হয়েছে বিতর্ক। কাঞ্চন এ প্রসঙ্গে বলেছেন, “মেয়ে আর শ্রীময়ীকে সঙ্গে নিয়ে সৎভাবে দেখছি। সবাইকে সুস্থ রাখতে চাই। মেয়কে সুস্থ পরিবেশে বড় করতে চাই। আর সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে আশঙ্কার কিছু দেখছি না।” কাঞ্চনের পাশে বসেই শ্রীময়ী বললেন, “ও অবৈধভাবে পৃথিবীতে আসেনি। বৈধভাবে এসেছে। আমরা ওকে পৃথিবীতে এনেছি। এখনকার বাচ্চারা তো হাতে ফোন নিয়ে জন্মায়। তাই আমার মনে হয় আমাদের থেকে ও অনেক বেশি সচেতন হবে।”