AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৭ মাসের অন্তঃসত্ত্বা নায়িকা! প্রযোজক প্রেমিককে জানাতেই যা ঘটল…

সিনেপর্দায় সব কষ্টকে দূরে সরিয়ে তিনি কখনও নাগিনা, তো কখনও চাঁদনি। তবে বক্স অফিসে তাঁর উপস্থিত হিম্মতওয়ালার মতো হলেও, তাঁর জীবনের বেশিরভাগটাই জুড়ে ছিল সদমা।

৭ মাসের অন্তঃসত্ত্বা নায়িকা! প্রযোজক প্রেমিককে জানাতেই যা ঘটল...
| Updated on: Aug 13, 2025 | 2:30 PM
Share

সিনেমার নায়ক-নায়িকার জীবন অনেক সময়ই সিeনেমার চিত্রনাট্যকে হার মানিয়ে দেয়। অনেক সময়ই তাঁদের রিয়েল লাইফের গল্পই এমন টুইস্টে ভরে যায় যে, যা পরে দিয়ে বিনোদন ম্যাগাজিনের মুখরোচক গল্প হয়ে ওঠে। বলিউডের স্বপ্নসুন্দরী শ্রীদেবীর জীবনের গল্পও অনেকটাই তাই। সিনে কেরিয়ারের স্ট্রাগলের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনেও নানা ঘাত-প্রতিঘাতে ভরা। কষ্ট যেন শ্রীদেবীর রোজই কাছে ডাকত। কিন্তু দেখুন, সিনেপর্দায় সব কষ্টকে দূরে সরিয়ে তিনি কখনও নাগিনা, তো কখনও চাঁদনি। তবে বক্স অফিসে তাঁর উপস্থিত হিম্মতওয়ালার মতো হলেও, তাঁর জীবনের বেশিরভাগটাই জুড়ে ছিল সদমা। কিন্তু এক স্বপ্নের মতো প্রেমিক পেয়েছিলেন শ্রীদেবী। যিনি তাঁকে আগলে রেখেছিলেন জীবনের শেষদিন পর্যন্ত। কিন্তু নিয়তি খেলা সেই ভালবাসার সংসার তলিয়ে গেল বাথটবের জলে। প্রাণ হারালেন বলিউডের শ্রী।

১৯৯৬ সালে প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। গুঞ্জনে রয়েছে, তাঁর আগে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রীদেবী। তবে সেই প্রেমকে ইতি দিয়ে বনি কাপুরের হাত ধরেন শ্রীদেবী।

শোনা যায়, বিয়ের আগে ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন শ্রীদেবী। গর্ভে বনি কাপুরের সন্তানকে নিয়েই বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। গুঞ্জনে রয়েছে, বিয়ের আগে অন্তসত্ত্বা হওয়ার পর নাকি শ্রীদেবী সন্তানকে নষ্ট করার কথাও বলেছিলেন। কিন্তু বনি এগিয়ে এলেন। শ্রীদেবীকে জানালেন, ভালবাসার চিহ্নকে নষ্ট হয়। বরং বিয়ে করব। এরপরই ছিমছাম অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীদেবীর গলায় মালা দিলেন বনি কাপুর। তাঁদের দুই সন্তান। জাহ্নবী ও খুশি।