শিবপ্রসাদের ‘দুঃসময়’, স্ত্রী জিনিয়াকে ‘পাশে থাকতে’ বললেন সৃজিত!
সোমবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন জিনিয়া। যেখানে দেখা যাচ্ছে, তাঁর চিত্রনাট্যকে অবলম্বন করে গড়া উইন্ডোজ প্রযোজনা সংস্থার আসন্ন ছবি 'বাবা বেবি ও...'কে নিয়ে একটি প্রতিবেদনের স্ক্রিনশট।
‘খারাপ সময়’ চলছে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের, অন্তত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের দাবি তেমনটাই। এই চরম দুঃসময়ে স্ত্রী জিনিয়া সেনকে পাশে থাকার আর্জিও জানালেম তিনি। কী হয়েছে?’
সোমবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন জিনিয়া। যেখানে দেখা যাচ্ছে, তাঁর চিত্রনাট্যকে অবলম্বন করে গড়া উইন্ডোজ প্রযোজনা সংস্থার আসন্ন ছবি ‘বাবা বেবি ও…’কে নিয়ে একটি প্রতিবেদনের স্ক্রিনশট। সেই প্রতিবেদনে লেখা হয়েছে জিনিয়া বাংলাদেশের চিত্রনাট্যকার। এখানেই শেষ নয়। ছবিটির সুরকার চমক হাসানের স্ত্রী হিসেবেও পরিচয় দেওয়া হয়েছে জিনিয়ার। আর তা দেখেই জিনিয়ার রসিক ক্যাপশন, “শান্তিতে শুটিং করতে দিন প্লিজ। ফোনে না পেলে দয়া করে রেগে গিয়ে বিয়ে দেবেন না।”
জনপ্রিয় ওই সুরকার চমক হাসান বাস্তবে বিবাহিত। তাঁর স্ত্রীর নাম বহ্নি। এক মেয়েকে নিয়ে সুখের সংসার তাঁদের। অন্যদিকে শিবপ্রসাদ-জিনিয়ার দাম্পত্য বেশ হ্যাপেনিং। তাই জিনিয়ার পোস্টের কমেন্ট সেকশনেও উঠেছে হাসির রোল। তাই জিনিয়ার আচমকা ‘স্বামী বদলে যাওয়া’র ঘটনাকে উল্লেখ করেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের মজার কমেন্ট “শিবুর পাশে থাকিস এই দুঃসময়ে”। সৃজিতকে পাল্টা জিনিয়ার উত্তর, “দুঃসময়টা শিওর তো?”
প্রসঙ্গত, ‘বাবা বেবি ও…’ তে এই প্রথম বড় পর্দায় হাতেখড়ি হতে চলেছে অভিনেত্রী সোলাঙ্কি রায়ের। বিপরীতে রয়েছেন যিশু সেনগুপ্ত। পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। যার প্রথম ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ বক্স অফিসে নিয়ে এসেছিল সাফল্য।