AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমার কেরিয়ারের শুরুতে সাহায্য পাইনি, বরং উল্টোটাই ঘটেছে বেশি: সৃজিত

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় প্রথম ছবি ছিল 'অটোগ্রাফ '। প্রথম ছবি থেকেই সৃজিত বক্স অফিসের ফার্স্ট বয়। এর সঙ্গেই সৃজিত মুখোপাধ্যায়ের ঝুলিতে জাতীয় পুরস্কারের সংখ্যাও কম নয়। পাঁচটি জাতীয় পুরস্কারে নিজের নাম লিখে ফেলেছেন ইতিমধ্যেই। এখন দেখার আগামীতে কোন চমক অপেক্ষায়। 

আমার কেরিয়ারের শুরুতে সাহায্য পাইনি, বরং উল্টোটাই ঘটেছে বেশি: সৃজিত
| Edited By: | Updated on: Nov 04, 2025 | 5:51 PM
Share

টলিপাড়ায় মাঝে মধ্যেই শোনা যায় বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর কথা। তবে নতুন পরিচালককে জায়গা করেদেন কতজন? সম্প্রতি নবীন পরিচালক জয়ব্রত দাসের ছবি ‘আকাদেমি অফ ফাইন আর্টস’-এর ট্রেলার মুক্তির দিন উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এই ছবিকে প্রেজেন্টে করছেন তিনি। এই ছবির স্টার কাস্টেও রয়েছে চমক। একাধিক জনপ্রিয় অভিনেতা রয়েছেন কাস্টে, রুদ্রনীল ঘোষ, পায়েল সরকার, রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস, ঋষভ প্রমুখ।

হঠাৎ কেন তিনি এই নবীন পরিচালককে এত উৎসাহ দিচ্ছেন? সৃজিত মুখোপাধ্যায়ের নিজের কেরিয়ারের শুরুতে তিনি কতজনকে এইভাবে পাশে পেয়েছেন? উত্তরে সৃজিত মুখোপাধ্যায় কিছুটা নস্টালজিক হয়ে বলেন, “খোঁজার চেষ্টা করেছিলাম, পাশে চেয়েছিলাম, তবে সাহায্য পাইনি সেইভাবে। সাহায্যের বদলে উল্টোটাই হয়েছে বেশি। তবে সে সব এখন আর ভাবি না।”

তিনি আরও যোগ করেন, “আমি যখনই কোনও ভাল কাজ দেখি, সেটাকে উৎসাহ দিতে ঝাঁপিয়ে পড়ি। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করেছেন জয়ব্রত, অসাধারণ ছবি বানিয়েছেন। আমি ওদের সাপোর্ট করি, কারণ ‘আকাদেমি অফ ফাইন আর্টস’ এর মতো ছবি যদি দর্শকদের পছন্দ হয়, তাহলে এই ধরনের ছবির দর্শক বাড়ল, আর আমি মনে করি, এতে আমার ছবির দর্শকের সংখ্যাও বাড়ল। ”

প্রসঙ্গত, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় প্রথম ছবি ছিল ‘অটোগ্রাফ ‘। প্রথম ছবি থেকেই সৃজিত বক্স অফিসের ফার্স্ট বয়। এর সঙ্গেই সৃজিত মুখোপাধ্যায়ের ঝুলিতে জাতীয় পুরস্কারের সংখ্যাও কম নয়। পাঁচটি জাতীয় পুরস্কারে নিজের নাম লিখে ফেলেছেন ইতিমধ্যেই। এখন দেখার আগামীতে কোন চমক অপেক্ষায়।