‘পাহাড়ের মতো তথ্য থেকে চিত্রনাট্য তুলে আনা’র অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিতে উচ্ছ্বসিত তিনি। সোমবার ‘গুমনামী’ সেরা বাংলা সিনেমা হিসেবে ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্বীকৃত হওয়ার পর পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় (srijit mukherji) TV9 বাংলার সঙ্গে শেয়ার করলেন তাঁর অনুভূতি। ২০১৯-এ রিলিজ় করা এই ছবিতে নেতাজীর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। বক্স-অফিসেও ভাল ব্য়বসা করেছিল ‘গুমনামী’।
TV9 বাংলাকে সৃজিত বলেন, “অনেক কষ্টের মধ্যে দিয়ে তৈরি করা ছবি তো… কোর্ট কেস, রাজনৈতিক দলের বিক্ষোভ, ন্যাশনাল চ্যানেলে ব্যক্তিগত আক্রমণ… এই সবকিছুকে অতিক্রম করে এবং একই সঙ্গে পাহাড়ের মতো তথ্য থেকে চিত্রনাট্য তুলে আনার কাজটা যে শেষমেশ স্বীকৃত হল, সেটা ভেবে ভাল লাগছে”।
আরও পড়ুন, ৬৭তম জাতীয় পুরস্কার: সেরা বাংলা ছবি ‘গুমনামী’, সেরা অভিনেত্রী কঙ্গনা
নেতাজী গবেষক অনুজ ধর এবং চন্দ্রচূড় ঘোষের লেখা বই ‘Conundrum: Subhas Bose’s Life after Death’ অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি। পরিচালনায় ফাঁক রাখেননি সৃজিত। তাই এমন কঠিন এক গল্প নিয়ে ছবি বানিয়েছেন তিনি। এই স্বীকৃতির পর আনন্দিত আপামর বাঙালি।
করোনার কারণে জাতীয় পুরস্কার প্রদানের অনুষ্ঠান পিছিয়ে যায় এক বছর। সাধারণত জাতীয় পুরস্কার জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। যদিও ৬৬তম জাতীয় পুরস্কারের মঞ্চে পুরস্কার প্রদান করেছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু। এ বার কার হাত থেকে বিজেতারা পুরস্কার পাবেন, তা এখনও স্পষ্ট নয়।
‘গুমনামী’ জাতীয় পুরস্কার পাওয়ার পর ফেসবুকে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন সৃজিত। সেই পোস্টে নেতাজীকে ‘O Supreme Leader’ বলে বিশেষিত করেছেন সৃজিত।
আরও পড়ুন, ‘গুমনামী’, ‘জেষ্ঠ্যপুত্র’-এর জাতীয় পুরস্কার, এটা বাংলা ছবির জয়: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়