সৃজিত-মিথিলা সত্যিই ভাল আছে তো: শ্রীজাত

Dec 02, 2020 | 5:49 PM

সৃজিতের কাছের বন্ধু শ্রীজাত, ফেসবুকেই সরাসরি প্রশ্ন তুললেন, "ওরা সত্যিই ভাল আছে তো?"

সৃজিত-মিথিলা সত্যিই ভাল আছে তো: শ্রীজাত
সৃজিত-মিথিলা

Follow Us

সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ওঁদের হাসি হাসি মুখের ছবি। কখনও রুফটফ গার্ডেনে দু’জনে মজেছেন আডায়। আবার কখনও বা কাজের ফাঁকে সপরিবারে রেস্তরাঁয় সেরে নিচ্ছেন ডিনার। সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) এবং রাফিয়াত রসিদ মিথিলা, এই মাসের মাঝামাঝিই এক বছরে পা দেবে তাঁদের বৈবাহিক জীবন। সোশ্যাল হ্যান্ডেল বলছে, এক বছরে প্রেম হাল্কা হয়নি এতটুকুও। অথচ, সৃজিতের কাছের বন্ধু শ্রীজাত, ফেসবুকেই সরাসরি প্রশ্ন তুললেন, “ওরা সত্যিই ভাল আছে তো?” কেন?

সৃজিতের ফেসবুক প্রোফাইল ঘাঁটলেই বের হবে উত্তর। । গতকাল সৃজিত একটি পোস্ট শেয়ার করেছেন। তাতে বাংলাদেশের প্রথম সারির এক দৈনিকের কথা উল্লেখ করে লেখা, “দু’দিন হয়ে গেল ওই পত্রিকায় ওঁদের (সৃজিত-মিথিলার) কোনও খবর পাচ্ছি না। নার্ভাস লাগছে। ওঁরা ভাল আছেন তো?”

সৃজিত-মিথিলা এবং তাঁদের ব্যক্তিগত রোজনামচা দুই পারেই সমান জনপ্রিয়। বেশিরভাগ সময়েই তাঁদের ব্যক্তিগত জীবন জায়গা করে নেয় পেজ থ্রি’এ। তাই মিমার কোনও কারণে সংবাদমাধ্যমে সৃজিত-মিথিলার কোনও খবর দেখতে না পাওয়ায় মজা করে ওই পোস্ট করতেই হাসিতে ফেটে পড়েছেন সৃজিতও।

আর ঠিক এই ‘সুযোগ’ই নিয়েছেন শ্রীজাত। সৃজিতের পোস্টে তাঁর কমেন্ট, “আমিও অনেক দিন দেখিনি ওঁদের। অনেক দিন বাড়িতে ডেকে ভালমন্দ খাওয়াওনি। ওরা সত্যিই ভাল আছে তো?” শ্রীজাত’র হিউমারে হাসির রোল উঠেছে নেটাগরিকদের মধ্যে। সত্যিই তো কাছের বন্ধু বাড়িতে ডেকে ভাল মন্দ না খাওয়ালে ‘চিন্তা’ তো হওয়ারই কথা!
সৃজিত নিশ্চয়ই দেখেছেন কমেন্টটি। কমেন্ট করেননি। করেছেন মিথিলা। শ্রীজাত-র উদ্দেশ্যে  লিখেছেন, “এ সব ওকে (সৃজিতকে) বলবে। যাগগে এ বার প্রমাণ দেব ভাল আছি।” অর্থাৎ খুব তাড়াতাড়ি সৃজিতের বাড়িতে ডাক পড়তে চলেছে শ্রীজাত-র। সঙ্গে মিথিলার হাতে রান্না আর মন খোলা আড্ডা।

Next Article