আবারও সুখবর দিলেন শুভশ্রী, রাজের হাত ধরে নতুন যাত্রা শুরু
Tollywood Gossip: সঙ্গী আবারও সেই রাজ চক্রবর্তী। টলিপাড়ার ইন্দুবালা এবার বুদ্ধদেব গুহর বাবলি। গুছিয়েছেন কেরিয়ার, গুছিয়েছেন নিজের পরিবার। এখন তাঁর ভরা সংসার। রাজের সঙ্গে দিব্যি আছেন তিনি। প্রতিটা মুহূর্তে করা সোশ্যাল পোস্টের নানা ছোট ছোট গল্প তা বারবার প্রমাণ করেছে।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিপাড়ার অন্যতম বাণিজ্যিক ছবির অভিনেত্রী। রাজ চক্রবর্তীর হাত ধরে যিনি বারবার প্রমাণ করেছেন তিনি প্রয়োজনে নিজেকে কতটা ভাঙতে পারেন। উপহার দিয়েছেন এক গুচ্ছ অন্যস্বাদের ছবি। যা দেখে দর্শকেরা বারবার প্রশংসা করেছেন। এবারও তাঁর ঝুলিতে এক অন্য স্বাদের ছবি। সঙ্গী আবারও সেই রাজ চক্রবর্তী। টলিপাড়ার ইন্দুবালা এবার বুদ্ধদেব গুহর বাবলি। গুছিয়েছেন কেরিয়ার, গুছিয়েছেন নিজের পরিবার। এখন তাঁর ভরা সংসার। রাজের সঙ্গে দিব্যি আছেন তিনি। প্রতিটা মুহূর্তে করা সোশ্যাল পোস্টের নানা ছোট ছোট গল্প তা বারবার প্রমাণ করেছে। এবারও এই জুটি আরও এক সফর শুরু করল। আর তা হল বাবলি। ডিসেম্বর মাসেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বর্তমানে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের মা।
প্রবসের মাত্র কয়েকদিনের মধ্যেই শুটিং সেটে ফিরেছেন তিনি। করেছেন নানা ছোটবড় কাজ। এবার রাজের ক্যামেরার সামনে দাঁড়ানোর পালা। আরও একটা নতুন জুটি টলিপাড়াকে উপহার দিতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি এবার বুদ্ধদেব গুহর বাবলি নিয়ে ব্যস্ত। শুভশ্রীর বিপরীতে জায়গা করে নেবেন এবার আবির চট্টোপাধ্যায়, তা নিয়ে ইতিমধ্যে চর্চা তুঙ্গে। শুভশ্রী এবার সেই ছবির কাজেই হাত দিলেন। বৃহস্পতিবার হয়ে গেল ছবির শুভমহরৎ।
সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন অভিনেত্রী। ২৫ জানুয়ারি থেকে শুরু হয়ে গেল ছবির কাজ। আগেই ক্রিপ্টের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। এবার তাঁদের টিমে আবির। গল্প যে অন্যস্বাদের এক শুভশ্রীকে সামনে আনতে চলেছে, তাও অনুমান করে নেওয়া যায়। নতুন বছরের শুরুতেই ছবির খবর শেয়ার করেছিলেন জুটি। তবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন সৌরসিনী মৈত্র।





