‘মা হয়ে কী করে পারলেন’! তুমুল নিন্দে শুভশ্রীর, বুক ফাটছে নেটিজেনদের

Jun 09, 2024 | 9:22 PM

তখন ভরা কোভিড। ইউভান আসে রাজ-শুভশ্রীর কোলে। এর প্রায় বছর তিনেক পর গত বছর নভেম্বর নাগাদ জন্ম নেয় তাঁদের দ্বিতীয় সন্তান ইয়ালিনি। এখনও পর্যন্ত ইয়ালিনি মুখ দেখাননি বাবা-মা।

মা হয়ে কী করে পারলেন! তুমুল নিন্দে শুভশ্রীর, বুক ফাটছে নেটিজেনদের

Follow Us

একটি ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে সেই কারণে যে এভাবে ট্রোলের মুখে পড়তে হবে তাঁকে তা হয়তো তিনি নিজেও ভাবেননি। ভোট মিটতেই স্বামী রাজ চক্রবর্তী ও ইউভানকে নিয়ে তিনি গিয়েছেন বিদেশে, সেখান থেকে শেয়ার করছেন একের পর এক ছবি। এবার এক ছবি নিয়েই যত গন্ডগোল। রবিবার সন্ধে গড়াতেই একটি ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। সেই ছবিতে দেখা গিয়েছে, তাঁকে জড়িয়ে আছেন রাজ। পিছনে সিঁড়ির উপর বসে আছে ছোট্ট ইউভান বাবা ও মায়ের মুখের দিকে তাকিয়ে। ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, “ওরা আমার দিকে তাকিয়ে থাকে।”

ওই ছবি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। এর পরেই একাধিক নেটিজেন লেখেন, “আপনার লজ্জা হওয়া উচিৎ। ছেলেটা এক কোণায় পড়ে আছে। আর এদিকে আপনারা পোজ দিচ্ছেন?” আর একজন লেখেন, “ছেলেটাকে তো না আনলেও পারতেন! কী খারাপ মা আপনি।” যদিও এই সব কটাক্ষের পাল্টা মুখ খুলতে দেখা যায়নি শুভশ্রীকে। স্বামী ও সন্তানদের নিয়ে তিনি ব্যস্ত ট্রিপে।

দেখুন সেই ছবি

তখন ভরা কোভিড। ইউভান আসে রাজ-শুভশ্রীর কোলে। এর প্রায় বছর তিনেক পর গত বছর নভেম্বর নাগাদ জন্ম নেয় তাঁদের দ্বিতীয় সন্তান ইয়ালিনি। এখনও পর্যন্ত ইয়ালিনি মুখ দেখাননি বাবা-মা। টলিপাড়া সূত্রে খবর, মেয়ের বয়স এক বছর না পার হওয়া পর্যন্ত তাঁকে প্রকাশ্যে আনবেন না এই তারকা দম্পতি। সামনেই মুক্তি পাবে শুভশ্রীর ছবি ‘বাবলি’। ছবিতে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। পরিচালনায় রাজ চক্রবর্তী।

Next Article