চড়কাণ্ডে কার পক্ষে কঙ্গনার ‘প্রাক্তন’ হৃত্বিক? ভাঙলেন দীর্ঘ নীরবতা

Jun 09, 2024 | 9:00 PM

Kangana Ranaut: কেন চড় খান কঙ্গনা? ঘটনার সূত্রপাত ২০২০ সালে। সে সময় দেশ কৃষক আন্দোলনে উত্তাল। সেই সময় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত এক বৃদ্ধার ছবি পোস্ট করে দাবি করেছিলেন, তিনি বিলকিস বানো, শাহিন বাগ আন্দোলনের অন্যতম মুখ। ১০০ টাকায় ভাড়া পাওয়া যায় তাঁকে।

চড়কাণ্ডে কার পক্ষে কঙ্গনার প্রাক্তন হৃত্বিক? ভাঙলেন দীর্ঘ নীরবতা

Follow Us

চড়কাণ্ডে এই মুহূর্তে চর্চায় কঙ্গনা রানাওয়াত। কেউ চড় মারার পক্ষে সওয়াল করছেন আবার কেউ কেউ আইন হাতে তোলার তীব্র নিন্দা করেছেন। গোটা বলিউড এই নিয়ে কার্যত চুপ হলেও এবার এ নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন কঙ্গনার প্রাক্তন প্রেমিক হৃত্বিক রোশন। এই ক্ষেত্রে তিনি কঙ্গনার পক্ষে নাকি বিপক্ষে সেই সবটাই যেন বুঝিয়ে দিলেন তিনি। সাংবাদিক ফে ডি’সুজা একটি তাঁর সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেই পোস্টকে চড় মারার এই ঘটনার নিন্দা করতে দেখা যায় তাঁকে। তিনি লেখেন, “হিংস্রতা কখনওই কাম্য নয়। সেই দেশে যেখানে মহাত্মা গাঁধির মতো মানুষের মতাদর্শকে আদর্শ মানা হয়। হতে পারে তিনি যা বলেছেন তার সঙ্গে আমি সহমত নই। তাই বলে এই হানাহানি একেবারেই উচিৎ না।” এই পোস্টে কোনও কমেন্ট না করলেও নিজের ভেরিফায়েড ইনস্টা প্রোফাইল থেকে সেই পোস্টে লাইক করেছেন হৃত্বিক। ফে’র মতামতের সঙ্গে সহমত হয়ে কার্যত বুঝিয়ে দিয়েছেন এই হিংসার প্রতিবাদ, এই মারধর তিনি একেবারেই পছন্দ করেন না।

কেন চড় খান কঙ্গনা? ঘটনার সূত্রপাত ২০২০ সালে। সে সময় দেশ কৃষক আন্দোলনে উত্তাল। সেই সময় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত এক বৃদ্ধার ছবি পোস্ট করে দাবি করেছিলেন, তিনি বিলকিস বানো, শাহিন বাগ আন্দোলনের অন্যতম মুখ। ১০০ টাকায় ভাড়া পাওয়া যায় তাঁকে। কঙ্গনার এই মন্তব্যের পর তীব্র বিতর্কের সৃষ্টি হয়। পঞ্জাবি অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ থেকে সাধারণ মানুষের একটা বড় অংশ কঙ্গনার বিরুদ্ধে তোপ দেগে প্রতিবাদে মুখর হয়ে ওঠে।

বৃহস্পতিবার কঙ্গনাকে দেখা ওই ঘটনাই টেনে এনে সেই মহিলা জওয়ান বলেন, “দিল্লিতে যখন কৃষকরা আন্দোলন করছিলেন, তখন কঙ্গনা বলেছিলেন ১০০-২০০ টাকা পেয়ে এরা আন্দোলন করছে। আমার মা ওখানে ছিল, আন্দোলন করছিল”। ইতিমধ্যেই ওই মহিলার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। কাজ থেকে বহিষ্কারও করা হয়েছে তাঁকে।

Next Article