বিকিনিতে মিমি ম্যাজিক, ছবি দেখে কী বললেন শুভশ্রী?
এই মুহূর্তে একের পর এক সুপারহিট ছবি দিয়ে সুপারস্টার হয়ে উজ্জ্বল হয়ে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ওয়েব সিরিজ হোক বা সিনেমা, বছরের পর বছর নিজেকে ভেঙে গোড়ে দর্শকদের স্মরণীয় কিছু চরিত্র উপহার দিয়েছেন।

বাংলা সিনেমার ইতিহাস ঘেঁটে দেখা যায় অভিনেত্রী প্রযোজক কানন বালার সময় থেকে সুচিত্রা সেন যুগ পেরিয়ে বাঙালি নায়িকারা সুপারস্টার তকমা ছিনিয়ে নিয়েছে। দেবশ্রী রায়, শতাব্দী রায় হয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত, সুপারস্টার নায়িকার তালিকা বেশ দীর্ঘ। এই মুহূর্তে একের পর এক সুপারহিট ছবি দিয়ে সুপারস্টার হয়ে উজ্জ্বল হয়ে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ওয়েব সিরিজ হোক বা সিনেমা, বছরের পর বছর নিজেকে ভেঙে গোড়ে দর্শকদের স্মরণীয় কিছু চরিত্র উপহার দিয়েছেন। এই মুহূর্তে তিনি চর্চায় রয়েছেন গৃহপ্রবেশ ছবির সাফল্য থেকে তাঁর আগামী ছবি ‘ধূমকেতু’ নিয়ে। প্রায় দশ বছর আটকে থাকার পর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’।
এই ছবির প্রচারে পর্দায় দেব-শুভশ্রী জুটির রসায়ন নিয়ে সকলে যখন আলোচনায় ব্যস্ত, তখন TV 9 বাংলার সঙ্গে আলোচনায় উঠে এল মিমি সম্পর্কে শুভশ্রীর বক্তব্য। দর্শকরা সকলেই জানেন, অভিনয়ের সঙ্গে নিজের শারীরিক গঠন ঠিক রাখার জন্য নায়িকারা কঠিন পরিশ্রম করেন। অভিনেত্রী শুভশ্রী দুই সন্তানের জননী , তার পরেও নিজের চেষ্টায় শরীরের মেদ ঝড়িয়ে সুন্দর চেহারায় দর্শকদের মন জয় করছেন তিনি। ঠিক সেই রকমই সম্প্রতি মিমি চক্রবর্তীর একটি ছবি নেট মাধ্যমে ভাইরাল। পুজোর একটি ছবির জন্য সমুদ্রের ধারে বিকিনি পড়া মিমি চক্রবর্তীর সেই ছবি নিয়ে শুভশ্রীকে প্রশ্ন করতে মিমি চক্রবর্তীর ছবিটি নিয়ে উচ্ছসিত প্রশংসা করলেন শুভশ্রী। তাঁর কথায়, ” দারুণ দেখাচ্ছে মিমিকে, হট লাগছে। মিমিকে কুর্নিশ। এই শারীরিক গঠন তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয় তা আমি জানি। মিমি খুব ফিটনেস ফ্রিক। ও এটার মধ্যেই থাকে সব সময়। তবে আমার আরও ভাল লেগেছে যে, মিমি এত কষ্ট করে একটা শরীর তৈরি করেছে, আর সেটা মাথায় রেখে সিনেমাতে ওর জন্য একটা গান তৈরি হয়েছে। এটা আমার খুব ভাল লেগেছে। ” সিনে ইন্ডাস্ট্রির গসিপ কলামে নায়িকাদের মধ্যে ক্যাট ফাইটের কথা হামেশাই উঠে আসে। সেখানে দাঁড়িয়ে একজন নায়িকা আর একজন নায়িকাকে সুন্দর বলছেন , অবশ্যই এই সুপারস্টার নায়িকাদের আত্মবিশ্বাসকেই তুলে ধরে দর্শকদের সামনে।
