AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আইসস্ক্রিম নিয়ে কাড়াকাড়ি, ইউভান-ইয়ালিনির মিষ্টি মুহূর্ত ভাইরাল

Tollywood: সেই তালিকা থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় যে বাদ পড়েন না, তা বলাই বাহুল্য। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। তাই পুজোর অ্যালবামও বাদ থাকল না। রাজ ও দুই সন্তানের সঙ্গে তুললেন ছবি। সকলের সঙ্গে তা শেয়ারও করে নিলেন।

আইসস্ক্রিম নিয়ে কাড়াকাড়ি, ইউভান-ইয়ালিনির মিষ্টি মুহূর্ত ভাইরাল
| Updated on: Oct 12, 2024 | 12:17 PM
Share

শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পুজোর ছবি মুক্তির লড়াইয়ে নেই তিনি কিংবা রাজ চক্রবর্তী। তাই ব্যস্ততা খানিকটা কম। ফলে পুজো চুটিয়ে উপভোগ করছেন জুটি। মেয়ে ইয়ালিনি ও ছেলে ইউভানকে নিয়ে পুজোয় ব্যস্ত শুভশ্রী। পুজো মানেই তারকাদের বেশ কিছু কাজ থাকে। বিভিন্ন অনুষ্ঠান থেকে আসে ডাক। সেই তালিকা থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় যে বাদ পড়েন না, তা বলাই বাহুল্য। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। তাই পুজোর অ্যালবামও বাদ থাকল না। রাজ ও দুই সন্তানের সঙ্গে তুললেন ছবি। সকলের সঙ্গে তা শেয়ারও করে নিলেন।

তবে সেই ছবিতে ধরা দিল বেশ মিষ্টি মুহূর্ত, যেখানে আইসক্রিমে মজে রয়েছে ছোট্ট ইউভান, আর তা কাড়তে ব্যস্ত তার বোন ইয়ালিনি। গোটা মুখে আইসক্রিম মেখে একাকার ইউভান। দুই ভাইবোনের ছবি দেখে সকলেই ভালবাসায় ভরালেন। এবারের দুর্গা পুজোর আমেজ খানিকটা আলাদা। উৎসবে ফিরলেন মানুষ ভোলেনি তিলোত্তমার কথা। সেই তালিকা থেকে বাদ পড়েননি শুভশ্রীও। পথে নেমে করেছেন প্রতিবাদ। সোশ্যাল মিডিয়ায় করেছেন পোস্ট। তাই পুজোটা তিনিও সকলের মতো শুধুই পুজোর মেজাজেই কাটাচ্ছেন।

কাজ আর পরিবার, বরাবরই এই দুইয়ের মধ্যে ব্যলন্স করেই চলেছেন শুভশ্রী। কাজের অবসরে তিনি সন্তানের সঙ্গেই সময় কাটান। শুভশ্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই সে সকল ছবি স্পষ্ট হয়ে যায়। কখনও ইউভানকে পড়াচ্ছেন, কখনও আবার তিনি সন্তানদের নিয়ে খেলায় ব্যস্ত। সেই সকল পোস্টকেই ভালবাসায় ভরিয়ে দেন ভক্তরা।