শুভশ্রীর জন্যই এমন কাজ করতে বাধ্য হলেন রাজের মা!কী চাইলেন নায়িকা?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 23, 2024 | 5:25 PM

ক্রিসমাসের আমেজে রমরমিয়ে চলছে বাংলা সিনেমা। ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে ৪টি ছবি। তালিকায় রয়েছে 'খাদান', 'সন্তান', '৫ নং স্বপ্নময় লেন', 'চালচিত্র'। সবথেকে বেশি আলোচনা চলছে 'খাদান' নিয়ে। তবে 'সন্তান' দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

শুভশ্রীর জন্যই এমন কাজ করতে বাধ্য হলেন রাজের মা!কী চাইলেন নায়িকা?

Follow Us

ক্রিসমাসের আমেজে রমরমিয়ে চলছে বাংলা সিনেমা। ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে ৪টি ছবি। তালিকায় রয়েছে ‘খাদান’, ‘সন্তান’, ‘৫ নং স্বপ্নময় লেন’, ‘চালচিত্র’। সবথেকে বেশি আলোচনা চলছে ‘খাদান’ নিয়ে। তবে ‘সন্তান’ দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। সম্প্রতি মা লীলা চক্রবর্তীকে নিয়ে ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন রাজ চক্রবর্তীর সঙ্গে ছিলেন অবশ্যই স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং ছেলে ইউভান চক্রবর্তী। রাজ এবং শুভশ্রী তাঁরা যে গুছিয়ে সংসার করছেন তা তাঁদের সমাজমাধ্যমের পোস্ট দেখেই বোঝা যায়। এ দিন প্রিমিয়ারের রাতে এমনই এক সুন্দর মুহূর্ত দেখা গেল। শাশুড়ির সঙ্গে শুভশ্রীরও দারুণ বন্ডিং। এ দিন দেখা যায় শাশুড়ি মায়ের গাল টিপে আদর করছেন নায়িকা।

অভিনেত্রী বলেন,”মাকে ছবিটা দেখালাম। আগে মা রাজের সব সিনেমা দেখতেন। কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে মা কিছুতেই বাড়ি থেকে বেরোতে চান না। তবে এ দিন আমিই জোর করেছিলাম। বলেছিলাম তুমি না গেলে আমিও যাব না। তাই মা এলেন বাধ্য হয়ে। ছবিটা দেখে মা-ও খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। বুঝছি মায়েরও ভাল লেগেছে।” এই ছবি দেখে যে প্রায় প্রত্যেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন সেই প্রমাণ আগেও পাওয়া গিয়েছিল। স্পেশ্যাল স্ক্রিনিং থেকে বেরিয়ে রাজকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদেছিলেন কৌশানী মুখোপাধ্যায়।

Next Article