AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘চাই ও ফিরে আসুক’, প্রেম দিবসে সোনামণিকে বললেন ‘স্বামী’ সুব্রত, মুখ খুললেন নায়িকাও

ঘড়ির কাঁটা বারোটা ছুঁতেই স্ত্রীর সঙ্গে ছবিটি পোস্ট করলেন সুব্রত। লিখলেন ‘হ্যাপি ভ্যালেন্টাইন ডে বাবু’। নিজের স্ত্রী কে প্রেমের শুভেচ্ছা জানিয়েছেন এতে আর এমন কী ব্যাপার?

'চাই ও ফিরে আসুক', প্রেম দিবসে সোনামণিকে বললেন 'স্বামী' সুব্রত, মুখ খুললেন নায়িকাও
স্বামীর সঙ্গে সোনামণি।
| Edited By: | Updated on: Feb 14, 2021 | 9:03 PM
Share

‘মেরেছ কলসীর কানা, তা বলে কি প্রেম দেব না?’

আজ ভালবাসার দিনে হয়তো এই প্রশ্নটাই মনে আসছে সুব্রতর। সুব্রত রায়, পেশায় কোরিওগ্রাফার। মালদা থেকে তাঁর কলকাতায় আসাও কিন্তু শুধু মাত্র সেই মানুষটার কথা ভেবেই, তাঁর দাবি তেমনটাই। কে এই সুব্রতর মনের মানুষ? তিনি হলেন এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী সোনামণি সাহা। ঘড়ির কাঁটা বারোটা ছুঁতেই স্ত্রীর সঙ্গে ছবিটি পোস্ট করলেন সুব্রত। লিখলেন ‘হ্যাপি ভ্যালেন্টাইন ডে বাবু’। নিজের স্ত্রী কে প্রেমের শুভেচ্ছা জানিয়েছেন এতে আর এমন কী ব্যাপার?

সোনামণির জন্য সুব্রতর পোস্ট

ডিসেম্বরের শেষ সপ্তাহে ঝড় উঠেছিল একটা খবরে। প্রশ্ন উঠেছিল ‘মোহর’ ধারাবাহিকের মোহর অর্থাৎ সোনামণি বিবাহিত নাকি অবিবাহিত? সিরিয়ালের টিআরপি বাড়ার সঙ্গে সঙ্গে সোনামণি ম্যারিটাল স্টেটাস নিয়ে ওঠে নানা প্রশ্ন। লকডাউনে শ্বশুর বাড়ি ছেড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে আলাদা থাকতে শুরু করেন সোনামণি।

তাহলে কি সম্পর্কের বরফ গলল? TV9 বাংলাকে সুব্রত বললেন, “না তেমন কিছুই না। আমার মনে হল তাই জন্যই পোস্ট করেছি।” প্রশ্ন ছিল এই পোস্টটি তো আপনি সোনামণিকে ব্যক্তিগতভাবেও জানাতে পারতেন,তাঁর স্পষ্ট উত্তর, “ওর ফোন থেকে আমি ব্লক।”

সোনামণিকে এই নিয়ে প্রশ্ন করা হলে, নায়িকার কন্ঠে ভিন্ন সুর। আজ তাঁর কাছে সুব্রত তার আরও পাঁচজন অনুরাগীদের মতই একজন। TV9 বাংলাকে সোনামণির স্পষ্ট জবাব “ভ্যালেন্টাইস ডে তে অনেকেই আমাকে নিয়ে ছবি পোস্ট করেছে। সুতরাং এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমি কিছু জানি না এই বিষয়ে। কিছু বলতেও পারব না।”

আর সুব্রত? আদরের ‘সোনা’কে কি কিছু বলতে চান তিনি? “এখনও অবধি আমার কাছে পরিষ্কার নয়, ও কেন চলে গেল! একটাই কথা ওকে বলব যেমন সংসার ছিল তেমনই আছে। আমি চাই ও ফিরে আসুক”, প্রেমের দিনের সন্ধেতে ‘স্ত্রী’জন্য সুব্রতর গলায় ঝরে পড়ল অনুরাগের ছোঁয়া। গলাটা কি হালকা কেঁপে গেল তাঁর?