কলকাতায় কাকভোরে সিগারেটের প্যাকেটে সই করে স্বপ্নপূরণ করেছিলেন সুচিত্রা!
সময়টা ছয়ের দশকের শেষের দিকে। এক সাংবাদিক বন্ধুকে সঙ্গে নিয়ে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া লেকে প্রাতঃভ্রমণ করছিলেন সুচিত্রা সেন।

তিনি মহানায়িকা। তাঁর একঝলক পেতে হন্য়ে হয়ে তাঁর বাড়ির সামনে বসে থাকতেন অগণিত ভক্তরা। কিন্তু মিসেস সেন, দেখা দিতেন না সহজে। তবে একবার মর্নিং ওয়াক করতে বেরিয়ে সুচিত্রা সেন এমন এক কাণ্ড করেছিলেন, যা নিয়ে এখনও কথা হয় টলিপাড়ায়!
সময়টা ছয়ের দশকের শেষের দিকে। এক সাংবাদিক বন্ধুকে সঙ্গে নিয়ে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া লেকে প্রাতঃভ্রমণ করছিলেন সুচিত্রা সেন। হঠাৎই তাঁর সামনে এসে হাজির এক ভক্ত। মহানায়িকাকে অত সামনে থেকে দেখে, তিনি হতবাক। ভক্তকে দেখে অল্প হাসলেন সুচিত্রা। আর তখনই ফস করে ভক্ত বলে উঠলেন, ম্য়াডাম একটা অটোগ্রাফ দেবেন? ভক্তের কথা শুনে সুচিত্রাও বলে উঠলেন, পেন আর কাগজ দিন। অটোগ্রাফ দিচ্ছি! এরপরই ঘটল সেই ঘটনা যা অবাক করে দেওয়ার মতো।
সেই সময়ে এক সংবাদপত্রে এসেছিল এই খবর। যেখানে ভক্তর কাছে পেন ও কাগজ না থাকায়, সাংবাদিক বন্ধুর থেকে সিগারেট প্যাকেট নিয়ে, সেখানেই সই করেছিলেন মিসেস সেন। আর ভক্তকে দিয়ে বলেছিলেন, এখানেই দিলাম, কিছু মনে করবেন না!
সেদিন সুচিত্রার এমন কাণ্ড দেখে সাংবাদিক বন্ধু বলেছিলেন, আপনি মহানায়িকা, সিগারেটের প্যাকেটে সই করলেন? এটা কি আপনার ইমেজের জন্য ঠিক হল? সুচিত্রা হেসে একটাই কথাই বলেছিলেন, আমার ইমেজ একই থাকবে, কিন্তু আমার ভক্তর স্বপ্নপূরণ করলাম। যে ভক্তদের জন্যই আজ আমি মহানায়িকা!
