জুটেছিল ‘ঘর ভাঙানি’ তকমা, হয়েছিল নিন্দে! বরের জন্মদিনে অকপট সুদীপা

Feb 05, 2024 | 1:48 PM

Sudipa Chatterjee: গত বছর পুজোর সময় সুদীপার জীবনে উঠেছিল ঝড়। প্রথমে হারিয়েছিলেন তাঁদের প্রিয় পোষ্যকে। এর কিছু দিন পরেই বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অগ্নিদেবকে।

জুটেছিল ঘর ভাঙানি তকমা, হয়েছিল নিন্দে! বরের জন্মদিনে অকপট সুদীপা
অগ্নিদেব চট্টোপাধ্যায় ও সুদীপা চট্টোপাধ্যায়

Follow Us

 

একটা সময় ছিল যখন প্রতিনিয়ত ধ্বস্ত হতে হয়েছিল জনপ্রিয় সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়কে। শুনতে হয়েছিল নানা কু-কথা। অভিযোগ উঠেছিল মায়াজালে জড়িয়ে পরিচালক-প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায়কে ‘হাত’ করেছেন তিনি। ভেঙেছেন প্রথম বিয়ে। আজও তাঁর কমেন্ট সেকশনে গেলেই নেটিজেনদের ‘হোম-ব্রেকার’ তকমা দেখতে পাওয়াই যায়। তবু যে সম্পর্কে ভালবাসা অফুরান সে সম্পর্ক যে হাজার সমালোচনা সত্ত্বেও এগিয়ে যায় দূর্বার গতিতে তারই জ্বলন্ত উদাহরণ সুদীপা ও অগ্নিদেব। হাজার বিতর্ক সত্ত্বেও তাঁদের বিবাহিত জীবন বেশ সুখের। আজ অর্থাৎ সোমবার অগ্নিদেবের জন্মদিন। স্বামীর প্রতি ভালবাসা জাহির করতে কোনওদিনই কার্পণ্য করতে দেখা যায় না সুদীপাকে। এবারেও করলেন না তিনি। মন উজাড় করা এক ভালবাসার চিঠি লিখলেন তাঁকে। যে চিঠিতে নেই কোনও খাদ, আছে শুধু ব্যক্তিগত উপলব্ধি।

সুদীপা লিখলেন, “আমার ভীষণ গুণী বরকে জন্মদিনের একরাধ শুভেচ্ছা। আমি ভীষণ ভাগ্যবান একজন মহিলা যে একজনের মধ্যে স্বামী ও প্রিয় বন্ধুকে খুঁজে পেয়েছি। আমার সঙ্গে এভাবে থাকার জন্য তোমায় অনেক ধন্যবাদ। তোমায় ভীষণ ভালবাসি।” দিন কয়েক আগেই স্বামীকে নিয়ে আরও এক মন ভাল করা পোস্ট করেছিলেন সুদীপা। লিখেছিলেন, “অগ্নিদেবই শিখিয়েছে আমার কেমন হওয়া উচিৎ। ওই আমায় শিখিয়েছে আমার কী ধরনের পোশাক পরা উচিৎ। ওই আমাকে শিখিয়েছে আমার ব্যবহার কেমন হওয়া উচিৎ। শিখিয়েছে কীভাবে খাব, শোব, শিকার করব। এক কথায়, ও হল পারফেকশনিস্ট।”

গত বছর পুজোর সময় সুদীপার জীবনে উঠেছিল ঝড়। প্রথমে হারিয়েছিলেন তাঁদের প্রিয় পোষ্যকে। এর কিছু দিন পরেই বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অগ্নিদেবকে। যদিও সেই অস্ত্রোপচার সফল হয়েছিল। তবে দিন কয়েক আগেই তিনি হারিয়েছেন তাঁর মা’কে। সেই ক্ষতে প্রলেপ লাগানোর জন্য সুদীপার অবলম্বন অগ্নিদেবই। অন্তত ছবি যেন সেই ইঙ্গিতই দিচ্ছে।

 

 

Next Article