মধুচন্দ্রিমা কেমন কাটল আমির কন্যা ইরার? নিজেই জানালেন এমন কথা

Sneha Sengupta |

Feb 05, 2024 | 3:16 PM

Ira Khan on Honeymoon: ইরা-নূপুরের মধুচন্দ্রিমার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ইরা নিজেই। সেই সঙ্গে ক্যাপশনও লিখেছেন দারুণ, "আমাদের হানিমুন কেমন কেটেছে? এক মাস, চার বছর, জলের নীচে, আপসাইড ডাউন, স্কোয়াট, অ্যান্টি-ক্লাইম্যাটিক, হাইলি-স্লাইম্যাটিক... যতক্ষণ তুমি সঙ্গে আছো কিছু যায় আসে না।"

মধুচন্দ্রিমা কেমন কাটল আমির কন্যা ইরার? নিজেই জানালেন এমন কথা
ইরা-নূপুর।

Follow Us

কিছুদিন আগেই বিয়ে করেছিলেন আমির খানের কন্যা ইরা খান। দীর্ঘদিনের প্রেমিক ফিটনেস কোচ নূপুর শিখরকে বিয়ে করেছেন তিনি। বাগদানের দিন নূপুর ৮ কিলোমিটার দৌড়ে এসে বিয়ের আইনি কাগজপত্রে সইসাবুদ করেছিলেন। তারপর রাজস্থানে বিয়ের সবক’টি অনুষ্ঠান পালিত হয় জাঁকজমকের সঙ্গে। সম্প্রতি মধুচন্দিমায় গিয়েছিলেন ইরা এবং নূপুর।

ইরা-নূপুরের মধুচন্দ্রিমার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ইরা নিজেই। সেই সঙ্গে ক্যাপশনও লিখেছেন দারুণ, “আমাদের হানিমুন কেমন কেটেছে? এক মাস, চার বছর, জলের নীচে, আপসাইড ডাউন, স্কোয়াট, অ্যান্টি-ক্লাইম্যাটিক, হাইলি-স্লাইম্যাটিক… যতক্ষণ তুমি সঙ্গে আছো কিছু যায় আসে না।”

আমির এবং তাঁর প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্তর কন্যা ইরা। তিনিও এই ফিল্ম ইন্ডাস্ট্রিরই একজন। তারকা কন্যা হওয়ার সুবাদে বারবারই লাইমলাইটেতে চলে আসেন ইরা। তাঁর বিয়ের কোনও খবরই মানুষের জানতে বাকি থাকেনি। বরং আড়ালে রাখেননি ইরা নিজেই। তাঁর বিয়ের প্রত্যেকটি খবর সোশ্যাল মিডিয়ার পাতায় খোলাই ছিল। ইরা তাঁর বিয়েতে ছবি না তোলার কোনও নিষেধাজ্ঞাও জারি করেননি। তিনি লাইমলাইটে থাকতে পছন্দ করেন এবং সকলের সামনে তুলে ধরতে চান তাঁর জীবনের খুঁটিনাটি। এই মুহূর্তে দারুণভাবে বিবাহিত জীবন কাটাচ্ছেন আমির-কন্যা।

Next Article
ছবি করে সামান্য টাকা পেতেন মিঠুন, মোট কত কোটির মালিক এখন জানেন?
‘আমার মিথ্যাকেই ভালবাসল মানুষ’, বিধায়ক-কন্যা দেবলীনার এই পোস্টে হাততালি তাঁর স্বামীর প্রাক্তন স্ত্রীর