‘দ্রুত সুস্থ হয়ে উঠুন’, কার ওপর মেজাজ হারিয়ে কড়া জবাব সুদীপ্তার
Sudipta Chakraborty: বরাবরই স্পষ্টবাদী সুদীপ্তা। স্পষ্ট কথা, স্পষ্টভাবে বলতে কখনই পিছপা হন না তিনি। সে কর্মক্ষেত্রে হোক কিংবা সামাজিক মাধ্যমে। এবার আরও একবার মিলল সেই প্রমাণ। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হতে দেখা গেল সুদীপ্তা চক্রবর্তীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। যা দুই বছরের পুরোনো। কী রয়েছে সেই পোস্টে?
বর্তমানে আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা শহর থেকে রাজ্য। অধিকাংশ মানুষই পথে নেমে করছেন প্রতিবাদ। উৎসবের মেজাজে হারিয়ে যাওয়া নয়, বরং গলার স্বর হয়ে উঠেছে আরও মজবুত। এমনটাই মত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর। এই আন্দোলনে প্রথম দিন থেকেই সামিল তিনি। বরাবরই স্পষ্টবাদী সুদীপ্তা। স্পষ্ট কথা, স্পষ্টভাবে বলতে কখনই পিছপা হন না তিনি। সে কর্মক্ষেত্রে হোক কিংবা সামাজিক মাধ্যমে। এবার আরও একবার মিলল সেই প্রমাণ। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হতে দেখা গেল সুদীপ্তা চক্রবর্তীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। যা দুই বছরের পুরোনো। কী রয়েছে সেই পোস্টে? এক নেটিজেন সুদীপ্তাকে ট্রোল্ড করতে গিয়ে লেখেন, ‘ঠিক কাজই নিয়েছেন। বাড়িওয়ালি সিনেমায় তো রান্নার কাজই করতেন। ওখান থেকেই হাতেখড়ি।’
কী কাজের কথা হচ্ছে? ২০২২ সালে কালার্স বাংলাতে সুদীপ্তা চক্রবর্তী একটি রান্না শো সঞ্চালনা করতেন। সেই শোয়ের প্রথম পর্ব সম্প্রচারিত হতেই এই মন্তব্য করে বসেন এক নেটিজেন। যা নজর এড়ায়নি সুদীপ্তার। তিনি পাল্টা উত্তর দিতে করলেন এক দীর্ঘ পোস্ট। লিখলেন, ‘একটু ভুল হয়ে গেল যে! বাড়িওয়ালি সিনেমায় রান্নার কাজ করিনি, অভিনয় করেছি একটি চরিত্রে, যে অভিনয়ের জন্য সেই বছরে সারা ভারতবর্ষের সমস্ত ছবির অভিনেত্রীদের মধ্যে আমাকে সেরা নির্বাচন করা হয় এবং সেই পুরস্কার হাতে তুলে দেন ভারতবর্ষের তদানীন্তন রাষ্ট্রপতি। আমার অভিনয়ের হাতেখড়ি অনেক আগে। সেই নিয়ে বিস্তারে আর গেলাম না। আর এই শোয়ে আমি রান্না করছি না, শো সঞ্চালনা করছি মাত্র। এবার বলি, রান্না করা অত্যন্ত কঠিন একটা কাজ আর ভাল রান্না করা আরো কঠিন। তাই হাসতে হাসতে চোখ দিয়ে জল বের করে ফেলে এই কঠিন কাজটাকে সামান্য করে দিতে কোন অশিক্ষিত লোকই পারবে না। আপনিও না। আপনি রান্না করতে পারেন কি না জানা নেই। তবে লেখা পড়ে মনে হচ্ছে পারেন না। পারলে রান্নাকে সম্মানের চোখে দেখতেন। বাড়িতে যে বা যারা রান্না করে দেন বলে দুমুঠো খেতে পান, তাঁদের প্রতি শ্রদ্ধাশীল হোন। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’