অনিকেতের নিশানায় ‘বিপ্লবী’ চিকিত্‍সকেরা, পরিচালককে একহাত নিলেন সুদীপ্তা

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Sep 30, 2024 | 5:03 PM

RG KAR Case: আরজি কর কাণ্ডের পর থেকে প্রথম থেকেই সরব অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। আন্দোলনকারী জুনিয়র চিকিত্‍সকদের পাশে প্রথম থেকে রয়েছেন তিনি। অভিনেত্রী সুদীপ্তা ছাড়াও জুনিয়র ডাক্তারদের সঙ্গে সারারাত জেগেছেন টলিপাড়ার অনেক তারকাই। এবার এই প্রসঙ্গে রবিবার থেকে নতুন বিতর্কের শুরু। প্রাইভেট কলেজে পড়া 'বিপ্লবী' চিকিত্‍সদের বিরুদ্ধে পোস্ট করেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। তা দেখে রীতিমতো রেগে আগুন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

অনিকেতের নিশানায় বিপ্লবী চিকিত্‍সকেরা, পরিচালককে একহাত নিলেন সুদীপ্তা

Follow Us

আরজি কর কাণ্ডের পর থেকে প্রথম থেকেই সরব অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। আন্দোলনকারী জুনিয়র চিকিত্‍সকদের পাশে প্রথম থেকে রয়েছেন তিনি। অভিনেত্রী সুদীপ্তা ছাড়াও জুনিয়র ডাক্তারদের সঙ্গে সারারাত জেগেছেন টলিপাড়ার অনেক তারকাই। এবার এই প্রসঙ্গে রবিবার থেকে নতুন বিতর্কের শুরু। প্রাইভেট কলেজে পড়া ‘বিপ্লবী’ চিকিত্‍সদের বিরুদ্ধে পোস্ট করেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। তা দেখে রীতিমতো রেগে আগুন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। প্রকাশ্যেই নায়িকা নিজের ক্ষোভ উগরে দিলেন সমাজমাধ্যমের পাতায়। শুধু সুদীপ্তা নন সেই তালিকায় রয়েছেন পরিচালক অর্ক গঙ্গোপাধ্যায়ও। তিনিও অনিকেতের প্রতি নিজের বিরক্তি উগরে দেন। এ দিন ফেসবুকে কী লিখেছিলেন অনিকেত?

পরিচালক লেখেন, “এক কোটি টাকা ডোনেশন দিয়ে বেসরকারি মেডিক্যাল কলেজে পড়েছেন জুনিয়র ডাক্তারদের বিপ্লবী মুখ। বিপ্লব দীর্ঘজীবী হোক।” এই পোস্ট দেখার পরেই পরিচালককে বিঁধে সুদীপ্তা লেখেন, “এই বিপ্লবে সেই প্রথম দিন থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আছি আমি, অথচ আমি তো প্রাইভেট, পাবলিক, সরকারি কোনও মেডিক্যাল কলেজেই পড়িনি। ডাক্তারির ‘ড’-ও জানি না। একটা প্যারাসিটামল খেতে হলেও ডাক্তারকে জিজ্ঞাসা করে খাই। তাহলে আমার কি আর এই অন্যায়ের বিরুদ্ধে বিপ্লব করা হবে না? এই সমাজ কি আমাকে বা আমার বিচার চাওয়ার দাবিকে মেনে নেবে না? সম্প্রতি আমরা সিনেমা, টিভি, ওয়েব ইত্যাদি তে কাজ করেন এমন মহিলাদের ও প্রান্তিক লিঙ্গের মানুষদের নিয়ে আমাদের জন্য একটা ফোরাম তৈরি করেছি। সেখানে কেউ হয়তো কোনও সরকারি ফিল্ম স্কুল থেকে পাশ করা, কেউ বেসরকারি, আর বেশির ভাগই কোথাও থেকে পাশ করা নয় (যেমন আমি)। সেক্ষেত্রে কি আমরা আমাদের ইন্ডাস্ট্রি তে চলা অন্যায়ের (আপাতত শুধু মেয়েদের ও প্রান্তিক লিঙ্গের মানুষের উপর) বিরুদ্ধে কথাবার্তা বলতে পারি আদৌ? আমি নিয়মকানুন অত জানি না। তুমি এত সিনিয়র এবং বিচক্ষণ, এত অভিজ্ঞতা তোমার, একটু যদি গাইড করে দাও ভালো হয়। উত্তরের অপেক্ষায় থাকব। পুণশ্চ: আমার বাবার নাম বিপ্লব। আমিও (তোমার মত) মনেপ্রাণে চাই বিপ্লব দীর্ঘজীবী হোক।” অর্কও তাল মিলিয়েছেন সুদীপ্তার কথাতেই। তবে এর পর আর কোনও বক্তব্য আসেনি অনিকেতের তরফে।

Next Article