Suhana Khan: শাহরুখ তনয়া সুহানা তৈরি বলিউডে রাজত্ব করা জন্য, তাঁর পোস্ট করা ছবি সেই কথাই যেন বলে দিচ্ছে!

Suhana Khan: সুহানার জন্মদিনের আগে মা গৌরি খান মেয়ের প্রথম ওটিটি সিনেমা 'আর্চিস'-এর লুক দেখে অভিভূত আর গর্বিতও। সুহানাও তৈরি বলিউডে নিজের ছাপ তৈরি করতে।

| Edited By: | Updated on: May 23, 2022 | 12:19 AM
২২ তম জন্মদিনে মা গৌরি বাবা শাহরুখ খান খুব খুশি মেয়ের ডেবিউ ছবি 'আর্চিস'-এর লুক দেখে। জোয়া আখতারের হাত ধরে হতে চলেছে মেয়ের সিনেমা ডেবিউ। এটাও তাঁদের জন্য খুব বড় বিষয়।

২২ তম জন্মদিনে মা গৌরি বাবা শাহরুখ খান খুব খুশি মেয়ের ডেবিউ ছবি 'আর্চিস'-এর লুক দেখে। জোয়া আখতারের হাত ধরে হতে চলেছে মেয়ের সিনেমা ডেবিউ। এটাও তাঁদের জন্য খুব বড় বিষয়।

1 / 6
সুহানা নিজেও তৈরি বলিউডে নিজের জায়গা তৈরি করতে। সোশ্যাল মিডিয়াতে দেওয়া তাঁর ছবি সেই কথাই বলছে।

সুহানা নিজেও তৈরি বলিউডে নিজের জায়গা তৈরি করতে। সোশ্যাল মিডিয়াতে দেওয়া তাঁর ছবি সেই কথাই বলছে।

2 / 6
নিজেকে বিভিন্ন লুকে মেলে ধরেন সুহানা তাঁর ছবিতে।

নিজেকে বিভিন্ন লুকে মেলে ধরেন সুহানা তাঁর ছবিতে।

3 / 6
হট লুক হোক কিংবা শাড়ি-সবেতেই তিনি নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারদর্শী।

হট লুক হোক কিংবা শাড়ি-সবেতেই তিনি নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারদর্শী।

4 / 6
যে কোনও পোশাকে ক্যারিও করেন সুন্দর।

যে কোনও পোশাকে ক্যারিও করেন সুন্দর।

5 / 6
বোল্ড লুকে ছবি দিতেও তঁর আপত্তি নেই। অর্থাৎ যে কোনও চরিত্রের জন্য তিনি তৈরি বোঝাই যাচ্ছে।

বোল্ড লুকে ছবি দিতেও তঁর আপত্তি নেই। অর্থাৎ যে কোনও চরিত্রের জন্য তিনি তৈরি বোঝাই যাচ্ছে।

6 / 6
Follow Us: