AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exclusive: ‘কাঁদতে কাঁদতে লিখেছি’, কাঞ্চনের বলা কথা মানতে পারছেন না নীল, নিলেন বড় সিদ্ধান্ত

Kanchan Mullick: TV9 বাংলার তরফ থেকে সুজন নীল মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আবেগঘন হয়েই উগরে দেন মনের কথা। মানতে পারছেন না, কাঞ্চন এই কথাগুলো বলেছেন। প্রসঙ্গত, কী বলেছেন কাঞ্চন? তাঁর কথায়, “যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে। ভাল। তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না?”

Exclusive: 'কাঁদতে কাঁদতে লিখেছি', কাঞ্চনের বলা কথা মানতে পারছেন না নীল, নিলেন বড় সিদ্ধান্ত
| Edited By: | Updated on: Sep 02, 2024 | 4:11 PM
Share
অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের মন্তব্য কাঁদাল অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়কে। তাঁর থিয়েটার গ্রুপ চেতনা-র দ্বিতীয় নিবেদন তাঁদের জুটি সকলের মন ছুঁয়েছে। তবে আর মঞ্চে একসঙ্গে দেখা যাবে না মাগন ও রাজাকে। জানুয়ারি মাসের শো বাতিল করল প্রযোজনা সংস্থা। তাতে সম্মতি রাজার অর্থাৎ সুজনের। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে লিখলেন, ‘মাগন‌ আর রাজা, আর জুটি বেঁধে মঞ্চে নামবে না… বেশ কষ্ট হচ্ছে। কিন্তু বাস্তব বা মানুষের নিদান আসল।‌ সেটা গ্ৰহন করতে হয়। উল্টো দিকে এটাও সত্যি, কাঞ্চন মল্লিকের এই নাটকে যে অবদান, তা চিরকাল মনে গেঁথে থাকবে… অভিনেতা হিসেবে ওর লড়াই,ওর নিষ্ঠা, ওর দক্ষতা কে আজীবন শ্রদ্ধা করবো। বাকিগুলো ভুলে যাবারই নামান্তর। আমরা একসাথে পশ্চিমবঙ্গ সহ সারা‌ ভারতবর্ষ জুড়ে ৫৫ টি মতো অভিনয় করেছি। সে অভিজ্ঞতা ভোলার নয়। শিখেছি অনেক কিছু। …এই নাটক স্তব্ধ হলো।  অথচ এই নাটকে দুই চোর মানবিক দৃষ্টিকোণ থেকে এই শিক্ষা দেয় যে,আসল‌ চোরেরা সমাজে কোথায় বাসা বেঁধে লুকিয়ে আছে???
এই সময়ের এক সংক্রামক বয়ান। আলবিদা, বন্ধু মাগন… আবার যদি নতুন কোন ভোরে দেখা হয়ে যায়, আবার চুরি করবো!!!
যেমন মঞ্চে করেছি…এতো বছর। কি ???? কি আবার, মানুষের মন। ইতি,রাজা’।
এরপরই TV9 বাংলার তরফ থেকে সুজন নীল মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আবেগঘন হয়েই উগরে দেন মনের কথা। মানতে পারছেন না, কাঞ্চন এই কথাগুলো বলেছেন। প্রসঙ্গত, কী বলেছেন কাঞ্চন? তাঁর কথায়, “যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে। ভাল। তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না?” সরকারি পুরস্কার গ্রহণ করবেন কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। যে চিকিৎসকরা প্রায় এক মাস ধরে বিচার আর নিরাপত্তার দাবিতে আন্দোলন করছেন, তাঁদের উদ্দেশে কাঞ্চন বলেছেন, ‘এমন কোনও কাজ আপনাদের করা উচিত নয় যে ডাক্তার ভগবান বলতে দু’বার ভাবেন।’

TV9 বাংলাকে কী বললেন সুজন 

‘আমার প্রচণ্ড খারাপ লেগেছে। আমি প্রায় কাঁদতে কাঁদতে লিখেছি। অনেকে ভাববেন নাটক, মিথ্যাচারিতা, কিন্তু আমি এমন নই। আমার বিষয়টা অত্যন্ত খারাপ লাগছে। রাগের থেকে বেশি হচ্ছে কষ্ট। কা়ঞ্চনের বক্তব্যটা আমারও শুনে মনে হয়েছে অযৌক্তিক। একটি চাপানো মন্তব্য, বেতন, বোনাস, এগুলো তো পাওনা, এগুলো তো প্রটোকল। অনেকের মতো আমারও এটা ঠিক মনে হয়নি। আমি ব্যক্তিগতভাবেও কাঞ্চনকে সেটা জানিয়েছি। আমরা শিল্পী, শিল্পী থেকে বন্ধু, তাই একুটু জায়গা আমার আছে। তাই বলেছি। সরকারি পুরস্কার নিয়েও যেটা বলেছে, সেটাও আমার ঠিক লাগেনি। সব পুরস্কার তো এক হয় না। কিন্তু মুড়ি মিছরি এক করে দিলে যোগ্য লোককে অসম্মান করা হয়। আমাদের শিলিগুড়িতে একটা শো ছিল, সেটা উদ্যোক্তারা বাতিল করেছেন, আমি তাতে সহমত জানিয়েছি। এর আগে অনেকগুলো শো আমরা করেছি। আর বেশি বোধহয় করতেও পারতাম না। অনেক বেশি লাফালাফি রয়েছে নাটকটায়। দুজনেরই বয়স হয়েছে। বেশিদিন আ পারতামও না। তাই আমি চেতনার পক্ষ থেকে সিদ্ধান্ত নিলাম, এই নাটকটিতে আর অভিনয় আমরা করব না। তবে স্মৃতিটা থেকে যাক। ওর প্রতি কৃতজ্ঞতা আমার থেকেই যাবে। ও যেভাবে এই নাটে অভিনয় করেছে, এটা ওর কামব্যক ছিল, দীর্ঘদিন পর থিয়েটারে ও অভিনয় করে। দুর্দান্ত অভিনয়। যখন আমি চেতনাকে সামনে আনছি, তখন ওর পাশে থাকা, ওর অভিনয়, এটা আমার চিরকাল পাশে থেকে যাবে। তবে ওই যে, খারাপ লাগাটা গভীর। আমি চেষ্টা করছি কথা বলার, সব ঠিক রাখার, তবে সত্যি আমি কেঁদে ফেলেছি। এখন এমন একটা সময়, মানুষভাবে সবটাই হয়তো মিথ্যে, তবে আমি সত্যিই কষ্ট পেয়েছি।’