রূপ বদলে সানি এখন ‘নাগিন’! ছোবল দিলেন কাকে?
কে খেলেন সানির ছোবল?
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী সানি লিওনের মজাদার এক দিকও প্রকাশ পায়। কখনও তাঁর বুদ্ধিদীপ্ত পোস্টে তো কখনও মজাদার ক্যাপশন। তবে বুধবার সোশ্যাল মিডিয়ায় আরও এক ভিন্ন রূপে দেখা গেল তাঁকে।
আরও পড়ুন আমিরের সংস্পর্শে কিয়ারা, একমাসে দ্বিতীয়বার কোভিড টেস্ট
‘এমটিভি স্প্লিটসভিলার ১৩’-এর বিহাইন্ড দ্য সিনসের ছবি পোস্ট করেন সানি। তাতে ‘সানি’ আর সানি নেই! হয়ে উঠেচেন ‘নাগিন’। নাচছেন নাগিন ডান্স। আর হাতে বীন নিয়ে সাঁপুড়ে সেজেছেন সানির কো-হোস্ট রণবিজয়। একটি ছবিতে ‘নাগিন’ সানি ছোবল মারছেন ‘সাঁপুড়ে’-কে। তাঁদের এই ঠাট্টা-তামাশার ছবি দেখে নেটিজেনদের একের পর এক কমেন্ট, কেউ লিখেছেন ‘ভেরি কিউট’, কেউ লিখেছেন ‘লাভলি’!
টুইটারে ছবি পোস্ট করে সানি লেখেন, ‘তুমি আমার সামনে দাঁড়াতেই পারবে না, আমি তোমাকে পেয়েছি!!! ছোবল দিয়ে দিয়েছি ভাইকে।’
You don’t stand a chance @rannvijaysingha ….I got you!!! ?Muuaaahhahahahaha!! Dus diya Bhai ko ?!!
#SunnyLeone #BehenBaniNaagin pic.twitter.com/FJ1T3FrgGs
— sunnyleone (@SunnyLeone) March 24, 2021
‘এমটিভি স্প্লিটসভিলার ১৩’-র শুটিং চলছে কেরলে। গোটা কাস্ট-ক্রুয়ের সঙ্গে রয়েছেন সানি-রণবিজয়ও। বিক্রম ভাট পরিচালিত ১০ এপিসোডের ‘অনামিকা’-থে সোন্নাল্লি সেয়গালের সঙ্গে অভিনয় করবেন সানি লিওন। এমএক্স প্লেয়ারে রিলিজ হবে ‘অনামিকা’।
কিছুদিন আগে স্বামীর সঙ্গে ডেট নাইটের ছবি পোস্ট করেন সানির লিওন। সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন স্বামী ড্যানিয়েলও। ক্যাপশনে লিখেছেন, ‘অ্যাফেত্তো’। এটি একটি ইতালিয় শব্দ। যার ইংরেজি তর্জমা হল ‘অ্যাফেকশন’।
View this post on Instagram