বিদেশের মাটিতেও বিজয় দেবেরাকোন্ডার জয়যাত্রা, অগ্রিম বুকিংয়েই রেকর্ড গড়ল ‘কিংডম’
ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ হাজাররেও বেশি টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে কানাডায় বিক্রি হয়েছে ১৫৩৪ টিকিট। ৩০ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে কিংডম ছবির প্রিমিয়ার।

দেশের গণ্ডি ছাড়িয়ে এবার কিংডম ঝড় বিদেশের মাটিতেও। আমেরিকা, কানাডায় অগ্রিম বুকিংয়েই রেকর্ড গড়েছে বিজয় দেবেরাকোন্ডা নতুন এই ছবি। তথ্য বলছে, ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ হাজাররেও বেশি টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে কানাডায় বিক্রি হয়েছে ১৫৩৪ টিকিট। ৩০ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে কিংডম ছবির প্রিমিয়ার। ইতিমধ্যেই প্রিমিয়ারের জন্য সেজে উঠেছে মঞ্চ। প্রথম দিনই বিজয় দেবেরাকোন্ডার কিংডম ইঙ্গিত দিয়েছে, এই ছবি বিজয়ের কেরিয়ারের মাইলফলক হতে চলেছে।
কয়েকমাস আগেই প্রকাশ্যে এসেছিল এই ছবির টিজার। টিজার দেখেই বোঝা গিয়েছিল, বিজয়ের কিংডম বক্স অফিসকে হাতের মুঠোয় আনতে চলেছে। একাধারে অ্যাকশন, ফ্যামিলি ড্রামা, অনিরুদ্ধর দুরন্ত আবহসঙ্গীতে কিংডম বিনোদনের টোটাল প্যাকেজ।
Censor Review অনুযায়ী, কিংডম বিজয় দেবেরাকোন্ডার সিনে কেরিয়ারের মাইলফলক হতে চলেছে। শুধু অ্যাকশনেই নয়, ছবি বিজয় যেভাবে ইমোশনাল দৃশ্যে অভিনয় করেছেন, তা এই ছবির ইউএসপি। বিশেষ করে জেলের দৃশ্যগুলোতে বিজয় স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি জাত অভিনেতা। ফিল্ম সমালোচকরা মনে করছেন, বিজয়ের অন্যান্য সব ছবির রেকর্ড ভাঙবে কিংডম।
USA is gearing up for a Kingdom-level eruption! 🌋 🔥
20K+ tickets sold & counting…#Kingdom 𝐔𝐒𝐀 𝐩𝐫𝐞𝐦𝐢𝐞𝐫𝐞𝐬 𝐨𝐧 𝐉𝐮𝐥𝐲 𝟑𝟎𝐭𝐡 💥💥
North America Release by @ShlokaEnts@TheDeverakonda @anirudhofficial @gowtam19 @ActorSatyaDev #BhagyashriBorse @Venkitesh_VP… pic.twitter.com/Dq8yYQNGjI
— Sithara Entertainments (@SitharaEnts) July 29, 2025
USA is gearing up for a Kingdom-level eruption! 🌋 🔥
20K+ tickets sold & counting…#Kingdom 𝐔𝐒𝐀 𝐩𝐫𝐞𝐦𝐢𝐞𝐫𝐞𝐬 𝐨𝐧 𝐉𝐮𝐥𝐲 𝟑𝟎𝐭𝐡 💥💥
North America Release by @ShlokaEnts@TheDeverakonda @anirudhofficial @gowtam19 @ActorSatyaDev #BhagyashriBorse @Venkitesh_VP… pic.twitter.com/Dq8yYQNGjI
— Sithara Entertainments (@SitharaEnts) July 29, 2025
