হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং

শুভঙ্কর চক্রবর্তী |

Dec 20, 2020 | 5:24 PM

কিছুদিন আগে কৃষ্ণ কুমার সিংয়ের একটি ছবি প্রকাশ্যে আসে।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং
হাসপাতালে ভর্তি সুশান্তের বাবা কে কে সিং

Follow Us

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) বাবা কৃষ্ণ কুমার সিং হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদাবাদের এশিয়ান হাসপাতালে ভর্তি হলেন। ইনস্টাগ্রামে এক পোস্টে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন প্রবীন। আর তাঁর ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছেন সুশান্তের দুই বোন, প্রিয়াঙ্কা সিং এবং মিতু সিং।

কিছুদিন আগে কৃষ্ণ কুমার সিংয়ের এক ছবি প্রকাশ্যে আসে। সুশান্ত সিং রাজপুতের বন্ধু-কোরিওগ্রাফার গণেশ হিরাওয়াকার পাটনায় কৃষ্ণ কুমার সিংয়ের সঙ্গে দেখা করতে যান। ছবিতে দেখা যায় সুশান্তের বাবার পা ছুঁয়ে প্রণাম করছেন। ক্যাপশানে লেখেন, ‘জাস্টিস ফর সুশান্ত’। সুশান্ত সিংয়ের বোনদের ট্যাগও করেন সেই ছবিতে।

আরও পড়ুন লোকে ভাবে আমরা হোর্ডিং লাগাই

 

 

 

গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে সুশান্তের পরিবারের দাবি, তাঁদের ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বান্ধবী রিয়া চক্রবর্তী। আত্মসাৎ করা হয়েছে তাঁর অর্থ। রিয়ার বিরুদ্ধে মামলাও রুজু করে সুশান্তের পরিবার। তাঁর মৃত্যু রহস্যে উদঘাটনে নেমে পড়ে, সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ব্যুরো, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।

 

 

ইতিমধ্যে বলিউডে মাদক চক্রে নাম উঠে আসে একের পর এক নামজাদা গ্রেফতার হন বলিউডের নামকরা তারকারা পরে তাঁদের ছেড়ে দেওয়াও হচ্ছে। তবে সাম্প্রতিক কালে, এনসিবি বলিউড সেলিব্রিটি এবং তাঁদের সহকারীদের থেকে উদ্ধার হওয়া মোট ৮৫টি গ্যাজেটের ডেটা এক্সট্র্যাকশনের ব্যবস্থা করছে। এক প্রতিবেদন সূত্রে যা খবর, সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী (Rhea Chakranorty) , তাঁর ভাই সৌভিক চক্রবর্তী, সারা আলি খান (Sara ali Khan), অর্জুন রামপাল, শ্রদ্ধা কাপুর (Shraddha kapoor), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)  এবং তাঁদের সহযোগীদের মোট ৮৫ গ্যাজেট গান্ধী নগরে ডিরেক্টোরেট অফ ফরেনসিক সায়েন্সেস (ডিএফএস) পাঠানো হয়েছে।

Next Article