‘দোবারা’-র শুটিংয়ে ব্যস্ত তাপসী পান্নু। ‘মনমরজিয়াঁ’-র পর ফের একসঙ্গে জুটি বাঁধছেন পরিচালক অনুরাগ কাশ্যপ এবং তাপসী পান্নু। তবে ‘মনমরজিয়াঁ’-র মতো ‘দোবারা’ অবশ্য প্রেমের ছবি নয়। অনুরাগ আবার নিজের পছন্দের জঁরে ফিরে গিয়েছেন। এই ছবি আদ্যন্ত থ্রিলার। প্রযোজনায় কাল্ট ফিল্ম। বেশ কিছুদিন ধরে ছবির বিহাউন্ড দ্য সিনসের ছবি পোস্ট করছেন অভিনেত্রী।
আরও পড়ুন প্রিয় পরিচালক বনসালীর জন্মদিনে কী লিখলেন মাধুরী দীক্ষিত?
তবে আজ এক অন্য ধরণের ছবি পোস্ট করলেন তাপসী। কে ছিলেন সেই ছবিতে। না, নামজাদা কেউ নন, তবে তাঁর অবদান তাপসীর ফিল্মি কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাপসী অভিনীত ‘পিঙ্ক’ ছবির দ্বিতীয় সহকারী পরিচালক ছিলেন সাক্ষী মেহতা। শুধু তাই নয় ছবিতে অতিথিশিল্পীর ভূমিকাতেও অভিনয় করেছিলেন সাক্ষী।
সাক্ষীর সঙ্গে এক ক্যানডিড মূহূর্তের ছবি দেখা গেল তাপসীর ইনস্টা হ্যান্ডেলে। হাসপাতালের সবুজ ইউনিফর্মে ওয়েটিং বেঞ্চে বসে তাপসী আর সাক্ষী বসে রয়েছেন মাটিতে। ক্যাপশানে তাপসী লেখেন, ‘কিছু সহযোগিতার পুনরাবৃত্তি হওয়া দরকার। ‘পিঙ্ক’-এ দ্বিতীয় সহকারী পরিচালক থেকে ছবিতে আমার বন্ধুর চরিত্রে একজন পুরষ্কার প্রাপ্ত অতিথি শিল্পী হয়ে কাজ করা…
আর এখন শট কল করা। সাক্ষী মেহতা এখন তুমি প্রধান সহকারী পরিচালক হিসাবে দ্বিগুণ হয়েছ এবং আমার বডি ডবল হয়েও। এই সূত্র ধরে বলি, এসো ফিল্মে এক সিনে আমরা একসঙ্গে দেখা দিই, যেন ম্যাজিকের আবার পুনরাবৃত্তি হয়। পুনশ্চ: অভিনেতা না হওয়ার জন্য তোমায় ধন্যবাদ। তুমি আমার কেরিয়ার বাঁচিয়ে দিয়েছো। কারণ চুলের মধ্যেই সব রয়েছে, বুঝছ নিশ্চয়ই’