জীবনের সেরা সময় কাটাচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)। চলতি বছরের শুরুতেই ঘরে এসেছে লক্ষ্মী। তাঁদের প্রথম সন্তান। ভামিকা। অভিভাবকত্বের প্রতিটি মুহূর্ত এনজয় করছেন দম্পতি।
মেয়ের জন্মের পর পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন বিরাট। ভামিকা এবং অনুষ্কার সঙ্গে সময় কাটানোর জন্যই এই সিদ্ধান্ত। ফের মাঠে ফিরেছেন বিরাট। শোনা যাচ্ছে, এবার বিরাটের সঙ্গী হয়েছে ভামিকাও।
বুধবার থেকে মোতেরায় শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড দিন রাতের টেস্ট ম্যাচ। বিরাট রয়েছেন মাঠে। শোনা যাচ্ছে, এই সফরে বিরাটের সঙ্গী হয়েছেন অনুষ্কা এবং ভামিকাও।
সূত্রের খবর, বিরাট-অনুষ্কা মেয়েকে নিয়েই আমেদাবাদে গিয়েছেন। অনুষ্কা এর আগে বহুবার ম্যাচ দেখতে মাঠে গিয়েছেন। এ বার নাকি মেয়েকে সঙ্গে নিয়ে যাবেন তিনি। হয়তো এই সুযোগে পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়বে স্টার কিডের ছবি। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি তাঁরা।
আরও পড়ুন, ‘শারীরিক ভাবে সবথেকে বেশি চ্যালেঞ্জিং’, কোন ছবির কথা বললেন দেব?
অতীতে বিরাটের খারাপ পারফরম্যান্সের দায় অনেক সময়ই মাঠে উপস্থিত অনুষ্কার উপর চাপানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয়েছে নায়িকাকে। তখন প্রকাশ্যেই ট্রোলিংয়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বিরাট। অনুষ্কার পাশে দাঁড়িয়েছিলেন। ভামিকার ক্ষেত্রেও এই প্রবণতা দেখা যাবে না তো? এই আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহলের একটা অংশ।