শুটিংয়ের শেষ দিনে অনুরাগের সঙ্গে কী বাজি ধরলেন তাপসী পান্নু
এ কেমন অদ্ভূত বেট! জিতলে দুজনেরই লাভ...আর হারলে...
লকডাউনের পর থেকে ব্যাক টু ব্যাক শুটিং। আপাতত চার-চারটি ছবির শুটিং শেষ করলেন বলি-অভিনেত্রী তাপসী পান্নু। কিছু সপ্তাহ আগে শুরু হয়েছিল পরিচালক অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘দোবারা’ ছবির শুটিং। আজ র্যাপ হল ছবির শুটিং। সাইকোলজিক্যাল থ্রিলার ছবির শুটিং শেষ করে তাপসী তার অভিজ্ঞতা শেয়ার করলেন ইনস্টাগ্রামে।শুধু ছবি পোস্ট করেই নয় শুটিংয়ের শেষ দিনের ছোট-ছোট মুহূর্ত নিজের আইজি স্টোরিজ়েও শেয়ার করেছেন তাপসী। একটা ভিডিয়োতে দেখা যাচ্ছে পরিচালক অনুরাগ কাশ্যপকে জড়িয়ে ধরে আছেন তাপসী। ভিডিয়োতে তাপসী বলছেন, ‘আমি জানি আমার পারফর্ম্যান্স ভাল ছিল’। পরের ভিডিয়ো স্টোরিজ়ে অনুরাগ বলছেন, ‘আমি নিজেকে এর জন্য মেডেল দেব’
আরও পড়ুন করোনা আক্রান্ত কার্তিক আরিয়ান, শনিবারই কিয়ারার সঙ্গে র্যাম্পে হেঁটেছিলেন অভিনেতা
View this post on Instagram
অনুরাগের সঙ্গে এক মিষ্টি ছবি পোস্ট করে তাপসী লেখেন, ‘২৩ দিন সেটে পিওর অনেস্ট এনার্জি পর আজ শেষ হল #দোবারার এই বিচ্ছেদের পর একটা বাজি ধরা হল, তবে সেই বাজির কনটেন্ট পরে জানানো হবে, তবে এখনকার জন্য যা জানানোর তা হল, যদি আমি জিতি তবে তাঁকে আমার পছন্দমতো আরও একটি ছবি করতে হবে আর যদি ও জেতে, পরের ছবি আমরা একসঙ্গে করব, আমি সেটে ওঁর সঙ্গে তর্ক করব না। পয়েন্ট এটা, যাই হোক, আপনারা আবার আমাদেরকে একসঙ্গে দেখতে পাবেন।’
কমেন্টে পরিচালক একতা কাপুর লেখেন, ‘দারুণ কম্বো’। তাপসী পান্নু এবং অনুরাগ কাশ্যপ এর আগে ‘মনমর্জিয়া’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তাপসী গত কয়েকমাসে ‘হসিন দিলরুবা’, ‘রশমি রকেট’, ‘লুপ লপেটা’ এবং ‘দোবারা’র শুটিং শেষ করেছেন এবং এখন তিনি মিতালি রাজ-এর বায়োপিকে ‘শাবাশ মিঠু’র শুটিং শুরু করবেন।