AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমরা তো ভাই-বোন…!’ ইমরান হাসমি চুমু খেতেই কেন হঠাৎ এমন বললেন তনুশ্রী?

এই ছবির টাইটেল গানের সাহসী দৃশ্যায়ণ সে সময় যুবক-যুবতীকে নতুন প্রেমের স্বাদ দিয়েছিল। ইদানীং যে দৃশ্য মোবাইলে সহজলভ্য। সেই সময়, সিনেপর্দায় তার থেকেও সাহসী হয়েছিলেন তনুশ্রী ও ইমরান।

'আমরা তো ভাই-বোন...!' ইমরান হাসমি চুমু খেতেই কেন হঠাৎ এমন বললেন তনুশ্রী?
| Updated on: Jul 02, 2025 | 3:14 PM
Share

চেয়ারে বসে স্বল্পবসনা বাঙালি নায়িকা তনুশ্রী দত্ত। কাছে এলেন বলিউডের সিরিয়াল কিশার ইমরান হাসমি। ব্যস, দুজনের শরীরেরই জ্বলে উঠল কামনার আগুন! ২০০৫ সালে মুক্তি পাওয়া ছবি ‘আশিক বনায়ে আপনে’ হইচই ফেলে দিয়েছিল বলিউডে। বিশেষ করে এই ছবির টাইটেল গানের সাহসী দৃশ্যায়ণ সে সময় যুবক-যুবতীকে নতুন প্রেমের স্বাদ দিয়েছিল। ইদানীং যে দৃশ্য মোবাইলে সহজলভ্য, সেই সময়, সিনেপর্দায় তার থেকেও সাহসী হয়েছিলেন তনুশ্রী ও ইমরান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গানের দৃশ্যায়ণ নিয়ে কথা বলতে গিয়ে এক আজব ঘটনা শোনালেন তনুশ্রী। যা নিয়ে ফের তোলপাড় উঠল আরব সাগরের তীরে।

তা ঠিক কী বলেছেন তনুশ্রী?

তনুশ্রীর কথায়, তখন আমি সদ্য পা রেখেছি বলিউডে। কাউকে তেমন চিনি না। কিন্তু ইমরান হাসমি যে সিরিয়াল কিসার এবং নানা নায়িকাদের সঙ্গে যৌনদৃশ্যে অভিনয় করেছেন, তা জানতাম। সেই ইমরান আমার বিপরীতে, প্রথমে একটু টেনশনে পড়ে গিয়েছিলাম। প্রথম দিনই ওই উত্তেজক গানটির শুট হবে, আমার টেনশন তো আরও বেড়ে গেল। ভয়ের কথাটা জানালাম পরিচালককে। তখন পরিচালকই আমাকে একটা ট্রিক শিখিয়ে দিল। বলল, যখন ইমরান চুমু খাবে, তোমার শরীরে হাত দেবে, তখন মনে মনে ভেবে নিও,ইমরান আসলে তোমার ভাই। তোমরা আসলে খেলা করছ!

তনুশ্রীর এমন মন্তব্য কানে গিয়েছে ইমরানেরও। ইমরান স্পষ্ট জানান, আশিক বনায়ে আপনে শুটিংয়ে যে এমনটা ঘটেছিল, তা আমার জানা নেই। তবে তনুশ্রীর এমন ভাবনা চিন্তা খুবই বোকা বোকা। আমার ঠিক জানা নেই, এর উত্তরে কী বলতে হয়।