৮০ থেকে ৬২ হয়েছেন কীভাবে? ওয়েটলস জার্নি শেয়ার করলেন তনুশ্রী দত্ত

Mar 16, 2021 | 10:03 PM

কীভাবে সম্ভব হল তাঁর এই ট্রান্সফরমেশন? মুখ খুললেন অভিনেত্রী।

৮০ থেকে ৬২ হয়েছেন কীভাবে? ওয়েটলস জার্নি শেয়ার করলেন তনুশ্রী দত্ত

Follow Us

তনুশ্রী দত্তের ওয়েটলস জার্নি নিয়ে এখন জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। ভোলবদল করে তিনি এখন আবার ফিট অ্যান্ড ফাইন। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে কামব্যাক করতে চলেছেন তিনি। কীভাবে সম্ভব হল তাঁর এই ট্রান্সফরমেশন? মুখ খুললেন অভিনেত্রী।

তাঁর কথায়, “মানুষ মনে করছেন রাতারাতি এমনটা হয়েছে বুঝি। তাঁদের বলে রাখি জীবনে কিছুই হঠাৎ করে হয় না। ২০১৯-এর সেপ্টেম্বর থেকে এই ওজন কমানোর চেষ্টা করছি আমি। ১৮ মাসে ১৮ কিলো ওজন কমিয়েছি। অনেক মনোযোগ, অনেক ফোকাসড থেকে কাজ করতে হয়েছে।” ওজন কমানোর কথা কীভাবে মাথায় এল তাঁর? কেনই বা মনে হল ওজন কমানো দরকার? তনুশ্রী জানান, এক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। সারাদিন উপোস করেছিলেন। উপোস করে ভাল লেগেছিল তাঁর। আর তার পর থেকেই প্রতি সোমবার উপোস করতে শুরু করেন অভিনেত্রী। তাঁর কথায়, “আমি বুঝতে পারি আমার ওয়েটও কম হচ্ছে। এর পরেই ডায়েট চার্টে পরিবর্তন আনি। কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিই। একটা সময় সুপ, স্যালাড আর জুস খেয়েছি শুধু । সঙ্গে চলেছে যোগাভ্যাস, সাঁতার।” শুধু যে ওজন কমেছে তা নয়, এনার্জি লেভেলও যে বেড়েছে কয়েক গুণ, সে কথাও স্বীকার করে নিচ্ছেন অভিনেত্রী।

এক সময়ের ‘হট’ নায়িকার আচমকা ওজন বাড়ায় শুরু হয়ে সমালোচনা। তাঁর শারীরিক সুস্থতা এবং কেরিয়ার নিয়েও উঠেছিল প্রশ্ন। তনুশ্রী জানান, সঠিক সময় এলে একসঙ্গেই আসে। তবে ওজন বেড়ে যাওয়ায় তিনি যে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন এমনটা নয়। তাঁর কথায়, “আমায় দেখতে ভাল লাগত। আমার যা শেপ ছিল তাতেই খুশি ছিলাম আমি। অনেক প্রশংসাও পেয়েছি।” নতুন ছবি কি ইতিমধ্যেই সাইন করে ফেলেছেন তিনি? তনুশ্রীর কথায়, “প্রায় সাইন করেই ফেলেছি। কথাবার্তাো চলছে। হয়তো খুব শীঘ্রই শুট করব। কিন্তু প্রযোজক না বলা পর্যন্ত নিজে কিছু ঘোষণা করব না।”

 


 

Next Article