Tejasswi Prakash: তেজস্বী প্রকাশের আলোয় বলিউডের তাবড় অভিনেত্রীরা অন্ধকারে!

Tejasswi Prakash: 'বিগ বস ১৫' থেকেই সময় ভাল যাচ্ছে তেজস্বী প্রকাশের। ইনস্টাগ্রামের ব্যস্ততায় তিনি বলিউডের তাবড় অভিনেত্রীদের পিছনে ফেলে হলেন ১ নম্বর।

| Edited By: | Updated on: May 25, 2022 | 12:20 AM
তেজস্বী এখন ক্লাউড ৯ রয়েছেন। বিগ বস ১৫ জেতার পর থেকেই তিনি শিরোনামে। এবার ইনস্টাগ্রামের খবর অনুযায়ী তিনি ব্যস্ততার দিক থেকে ১ নম্বরে। তাঁর প্রাপ্ত নম্বর ৯.৮৭%।

তেজস্বী এখন ক্লাউড ৯ রয়েছেন। বিগ বস ১৫ জেতার পর থেকেই তিনি শিরোনামে। এবার ইনস্টাগ্রামের খবর অনুযায়ী তিনি ব্যস্ততার দিক থেকে ১ নম্বরে। তাঁর প্রাপ্ত নম্বর ৯.৮৭%।

1 / 7
বেশ কয়েক বছর ধরে এই আসন ছিল শেহনাজ গিলের কাছে। তিনি সলমন খানের হাত ধরে এবার সিনেমাতেও করছেন। এখন তাঁর প্রাপ্ত নম্বর ৬.৪৬%

বেশ কয়েক বছর ধরে এই আসন ছিল শেহনাজ গিলের কাছে। তিনি সলমন খানের হাত ধরে এবার সিনেমাতেও করছেন। এখন তাঁর প্রাপ্ত নম্বর ৬.৪৬%

2 / 7
৪,০১% নম্বর নিয়ে তিন নম্বরে রয়েছেন ক্যাটরিনা কাইফ.

৪,০১% নম্বর নিয়ে তিন নম্বরে রয়েছেন ক্যাটরিনা কাইফ.

3 / 7
ফলে এই কাজ যে ঠিক কতটা ধৈর্যের, কতটা সহ্য করতে হয়, তা তিনি নিজের জীবনে উপলব্ধি করেছেন। নোরা ছোট থেকে একাধিক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। বর্তমানে বিটাউনে তাঁর রাজত্ব হলেও, অতীত ভোলেননি তিনি।

ফলে এই কাজ যে ঠিক কতটা ধৈর্যের, কতটা সহ্য করতে হয়, তা তিনি নিজের জীবনে উপলব্ধি করেছেন। নোরা ছোট থেকে একাধিক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। বর্তমানে বিটাউনে তাঁর রাজত্ব হলেও, অতীত ভোলেননি তিনি।

4 / 7
বলিউডে আসার আগে কিয়ারা মায়ের সঙ্গে একটি ডিল করেছিলেন। অভিনয় নিয়ে পরিবার থেকে ছিল না কোনও আপত্তি। তবে মায়ের ছিল একটি শর্ত। কিয়ারা ড্রপ আউট করতে পারবেন না। তাই কলেজ শেষ করেই কেরিয়ারে মন দিয়েছিলেন কিয়ারা।

বলিউডে আসার আগে কিয়ারা মায়ের সঙ্গে একটি ডিল করেছিলেন। অভিনয় নিয়ে পরিবার থেকে ছিল না কোনও আপত্তি। তবে মায়ের ছিল একটি শর্ত। কিয়ারা ড্রপ আউট করতে পারবেন না। তাই কলেজ শেষ করেই কেরিয়ারে মন দিয়েছিলেন কিয়ারা।

5 / 7
শ্রদ্ধা কাপুর-এর প্রাপ্ত নম্বর  ১.৬৭                             ৬৭%

শ্রদ্ধা কাপুর-এর প্রাপ্ত নম্বর ১.৬৭ ৬৭%

6 / 7
দীপিকা পাড়ুকোন মুহূর্তে ভাইরাল হয়েছিলেন নেট দুনিয়ার পাতায়। প্রসঙ্গ গেহরাইয়া ছবি। এই ছবিতে খোলামেলা দীপিকা সকলকে তাক লাগিয়েছিলেন বোল্ড দৃশ্য।

দীপিকা পাড়ুকোন মুহূর্তে ভাইরাল হয়েছিলেন নেট দুনিয়ার পাতায়। প্রসঙ্গ গেহরাইয়া ছবি। এই ছবিতে খোলামেলা দীপিকা সকলকে তাক লাগিয়েছিলেন বোল্ড দৃশ্য।

7 / 7
Follow Us: