Bangla News » Entertainment » Tejasswi Prakash Leaves Behind Shehnaaz Gill, Katrina Kaif, Deepika Padukone To Become Indian Actress With Most Instagram Engagement? Teja has just been limited to
তেজস্বী এখন ক্লাউড ৯ রয়েছেন। বিগ বস ১৫ জেতার পর থেকেই তিনি শিরোনামে। এবার ইনস্টাগ্রামের খবর অনুযায়ী তিনি ব্যস্ততার দিক থেকে ১ নম্বরে। তাঁর প্রাপ্ত নম্বর ৯.৮৭%।
1 / 7
বেশ কয়েক বছর ধরে এই আসন ছিল শেহনাজ গিলের কাছে। তিনি সলমন খানের হাত ধরে এবার সিনেমাতেও করছেন। এখন তাঁর প্রাপ্ত নম্বর ৬.৪৬%
2 / 7
৪,০১% নম্বর নিয়ে তিন নম্বরে রয়েছেন ক্যাটরিনা কাইফ.
3 / 7
বাড়িতে চলত না বলিউডের গান, কোনও নাচের স্কুলে ভর্তিও করা হয়নি নোরাকে। একটা সময়ের পর পরিবারের পাশে দাঁড়াতে হয় নোরাকে। আর্থিক সমস্যার মুখে পড়তে হয় স্কুল জীবনেই।
4 / 7
একটা সেট থেকে অন্য সেটে ছুঁটে বেড়াচ্ছেন তিনি। তবে বড় পর্দায় এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে কিয়ারার আটটি ছবি। তারই মধ্যে ১০০০ কোটি বক্স অফিসের দরজায় কিয়ারা।
5 / 7
শ্রদ্ধা কাপুর-এর প্রাপ্ত নম্বর ১.৬৭ ৬৭%
6 / 7
দীপিকা পাড়ুকোন মুহূর্তে ভাইরাল হয়েছিলেন নেট দুনিয়ার পাতায়। প্রসঙ্গ গেহরাইয়া ছবি। এই ছবিতে খোলামেলা দীপিকা সকলকে তাক লাগিয়েছিলেন বোল্ড দৃশ্য।