Tejasswi Prakash: তেজস্বী প্রকাশের আলোয় বলিউডের তাবড় অভিনেত্রীরা অন্ধকারে!

Tejasswi Prakash: 'বিগ বস ১৫' থেকেই সময় ভাল যাচ্ছে তেজস্বী প্রকাশের। ইনস্টাগ্রামের ব্যস্ততায় তিনি বলিউডের তাবড় অভিনেত্রীদের পিছনে ফেলে হলেন ১ নম্বর।

May 25, 2022 | 12:20 AM
TV9 Bangla Digital

| Edited By: Mahuya Dutta

May 25, 2022 | 12:20 AM

তেজস্বী এখন ক্লাউড ৯ রয়েছেন। বিগ বস ১৫ জেতার পর থেকেই তিনি শিরোনামে। এবার ইনস্টাগ্রামের খবর অনুযায়ী তিনি ব্যস্ততার দিক থেকে ১ নম্বরে। তাঁর প্রাপ্ত নম্বর ৯.৮৭%।

তেজস্বী এখন ক্লাউড ৯ রয়েছেন। বিগ বস ১৫ জেতার পর থেকেই তিনি শিরোনামে। এবার ইনস্টাগ্রামের খবর অনুযায়ী তিনি ব্যস্ততার দিক থেকে ১ নম্বরে। তাঁর প্রাপ্ত নম্বর ৯.৮৭%।

1 / 7
বেশ কয়েক বছর ধরে এই আসন ছিল শেহনাজ গিলের কাছে। তিনি সলমন খানের হাত ধরে এবার সিনেমাতেও করছেন। এখন তাঁর প্রাপ্ত নম্বর ৬.৪৬%

বেশ কয়েক বছর ধরে এই আসন ছিল শেহনাজ গিলের কাছে। তিনি সলমন খানের হাত ধরে এবার সিনেমাতেও করছেন। এখন তাঁর প্রাপ্ত নম্বর ৬.৪৬%

2 / 7
৪,০১% নম্বর নিয়ে তিন নম্বরে রয়েছেন ক্যাটরিনা কাইফ.

৪,০১% নম্বর নিয়ে তিন নম্বরে রয়েছেন ক্যাটরিনা কাইফ.

3 / 7
বাড়িতে চলত না বলিউডের গান, কোনও নাচের স্কুলে ভর্তিও করা হয়নি নোরাকে। একটা সময়ের পর পরিবারের পাশে দাঁড়াতে হয় নোরাকে। আর্থিক সমস্যার মুখে পড়তে হয় স্কুল জীবনেই।

বাড়িতে চলত না বলিউডের গান, কোনও নাচের স্কুলে ভর্তিও করা হয়নি নোরাকে। একটা সময়ের পর পরিবারের পাশে দাঁড়াতে হয় নোরাকে। আর্থিক সমস্যার মুখে পড়তে হয় স্কুল জীবনেই।

4 / 7
একটা সেট থেকে অন্য সেটে ছুঁটে বেড়াচ্ছেন তিনি। তবে বড় পর্দায় এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে কিয়ারার আটটি ছবি। তারই মধ্যে ১০০০ কোটি বক্স অফিসের দরজায় কিয়ারা।

একটা সেট থেকে অন্য সেটে ছুঁটে বেড়াচ্ছেন তিনি। তবে বড় পর্দায় এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে কিয়ারার আটটি ছবি। তারই মধ্যে ১০০০ কোটি বক্স অফিসের দরজায় কিয়ারা।

5 / 7
শ্রদ্ধা কাপুর-এর প্রাপ্ত নম্বর ১.৬৭               ৬৭%

শ্রদ্ধা কাপুর-এর প্রাপ্ত নম্বর ১.৬৭ ৬৭%

6 / 7
দীপিকা পাড়ুকোন মুহূর্তে ভাইরাল হয়েছিলেন নেট দুনিয়ার পাতায়। প্রসঙ্গ গেহরাইয়া ছবি। এই ছবিতে খোলামেলা দীপিকা সকলকে তাক লাগিয়েছিলেন বোল্ড দৃশ্য।

দীপিকা পাড়ুকোন মুহূর্তে ভাইরাল হয়েছিলেন নেট দুনিয়ার পাতায়। প্রসঙ্গ গেহরাইয়া ছবি। এই ছবিতে খোলামেলা দীপিকা সকলকে তাক লাগিয়েছিলেন বোল্ড দৃশ্য।

7 / 7

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 BANGLA