কনসার্টে গান গাইছেন গায়ক গঙ্গারাম অথচ গলা ফারহান আখতারের! মিমে ভরল সোশ্যাল মিডিয়া

May 24, 2021 | 2:37 PM

সম্প্রতি সংশ্লিষ্ট চ্যানেলের গঙ্গারাম ধারাবাহিকের একটি ক্লিপিংস ভীষণ ভাইরাল। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে কনসার্ট চলছে। ধুতি পাঞ্জাবি পরে গঙ্গারাম ওরফে অভিষেক বসু গান গাইতে উঠেছেন।

কনসার্টে গান গাইছেন গায়ক গঙ্গারাম অথচ গলা ফারহান আখতারের! মিমে ভরল সোশ্যাল মিডিয়া
হেসে গড়াচ্ছে নেটদুনিয়া।

Follow Us

গঙ্গারাম। সন্ধে হলেই বাঙালির ড্রয়িংরুমে হাজির হয় সে। আপাতদৃষ্টিতে সাদামাটা গান পাগল মানুষ। শহরের জটিলতা বোঝে না সে। এ হেন গঙ্গারামের এক ভিডিয়ো ভাইরাল হতেই হেসে গড়াচ্ছে নেটদুনিয়া। কী হয়েছে?

সম্প্রতি সংশ্লিষ্ট চ্যানেলের গঙ্গারাম ধারাবাহিকের একটি ক্লিপিংস ভীষণ ভাইরাল। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে কনসার্ট চলছে। ধুতি পাঞ্জাবি পরে গঙ্গারাম ওরফে অভিষেক বসু গান গাইতে উঠেছেন। রক অন ছবির ‘সোচা হ্যায়’…। কিন্তু এ কী! নিজের গলা ত দূর, অন্য রেকর্ডিংও না। চালিয়ে দেওয়া হয়েছে রক অন ছবির অরিজিনাল গানটি যা গেয়েছিলেন ফারহান আখতার। হ্যাঁ, সেই গানেই লিপ মেলাচ্ছেন অভিষেক। শুধু অভিষেকই নন, তাঁর আশেপাশে রয়েছেন যারা তাঁরাও একই কাজ করছেন। আর এই দৃশ্য দেখেই হেসে খুন নেটিজেনদের একটা বড় অংশ।


একজন লিখেছেন, “গান জানা গঙ্গারামের গলা যে হঠাৎ করে ফারহান আখতারের মতো শোনাতে পারে এ আমি জন্মেও ভাবিনি। “আর একজনের লিখেছেন, “কয়দিন পর হয়তো বব মার্লেও ভর করতে পারেন ওঁর উপর।” যদিও গঙ্গারামের পাশেও দাঁড়িয়েছেন নেটিজেনদের কেউ কেউ। তাঁদের যুক্তি, “বাংলা ধারাবাহিকে এমনটা তো নতুন নয়। বাস্তব জীবনের সঙ্গে গুলিয়ে ফেললে ত ধারাবাহিক দেখাই উচিত নয়।” তাঁদের যুক্তি খন্ডনের চেষ্টায় আর এক দলের বক্তব্য, “ধারাবাহিকটিতে দেখানো হচ্ছে গঙ্গারাম গায়ক। তাই অন্তত সোচা হ্যায় গানটা অন্য কোনও গায়ককে দিয়ে গাইয়ে অভিষেককে দিয়ে লিপ্সিং করালে তা দৃষ্টি নন্দন হতো। ফারহান আখতারের স্বর জনপ্রিয়। গানটিও সমান ভাবে জনপ্রিয়। তাই হঠাৎ করে গায়ক গঙ্গারামের গলায় ফারহান আখতার ভর করলে তা মানতে অসুবিধেই হচ্ছে।”

 

নেটিজেনরা যখন ট্রোলিংয়ে ব্যস্ত ঠিক সেই সময়েই নায়ক অভিষেক শেয়ার করেছেন তাঁর ‘নেতাজি’ জার্নির কথা। এর আগে নেতাজি ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করেছিলেন অভিষেক। কীভাবে সাত মাসের মধ্যে অভিষেক থেকে নেতাজি হয়ে উঠেছিলেন তিনি সে কথাই শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে।

Next Article