Rahul-Prity Trolling: ‘একটা খেজুর খেয়ে জাত যায়?’ ধর্ম নিয়ে কটাক্ষের মুখে বোমা ফাটালেন প্রীতি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 11, 2023 | 8:05 PM

TV Gossip: মেজাজ হারিয়ে প্রীতি বলেন, 'একটা খেজুর খেয়েছি বলে আমার জাত চলে গেল? আপনাদের আমিই ব্লক করে দিয়েছি। আমার দরকার নেই।

Rahul-Prity Trolling: একটা খেজুর খেয়ে জাত যায়? ধর্ম নিয়ে কটাক্ষের মুখে বোমা ফাটালেন প্রীতি

Follow Us

মাটিতে বসে ইফতার করছেন রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস। সোশ্যাল মিডিয়ায় এমনই একটা ভিডিয়ো শেয়ার করেছিলেন টেলি অভিনেত্রী। দম্পতিতে সকলের সঙ্গে ইফতার করছেন। এরপরই ওঠে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ঝড়। চরম কটাক্ষের মুখে পড়তে হয় তাঁদের। ধর্ম টেনে আক্রমণ করা হয় এই তারকা দম্পতিকে। একজন লেখেন, ‘হিন্দুদের নামে কলঙ্ক, ধর্ম বদলে ফেলুন’। এরপরই সরব হন প্রীতি, সোশ্যাল মিডিয়ায় এসে জানান, ‘নিজেদের মধ্যে বদল আনুন। একটা খেজুর খেয়েছি বলে আমার জাত চলে গেল? তাঁর কথায় তিনি এক প্রকার বাধ্য হয়েই এই ভিডিয়োটি শেয়ার করেন। প্রীতি এদিন সাফ জানান, ভেবেছিলেন এই প্রসঙ্গে কোনও মন্তব্য করবেন না।

যদিও তিনি পরবর্তীতে ট্রোলিং-এর ভাষা আর সহ্য করতে পারলেন না। সেই প্রসঙ্গেই মুখ খুললেন সোশ্যাল মিডিয়ায়। বললেন, ‘আমাদের দেশে এই ধরনের মানসিকতার লোক এখনও আছে দেখে আমি অবাক। ইফতারি করে এত কথা শুনতে হল? তবে ২৫ ডিসেম্বর তোমরা কী করো পার্কস্ট্রিটে? নিজেদের মধ্যে বদল আনুন। আমি ওদের সঙ্গে বসে ইফতারি করেছি বলে অসুবিধাটা কোথায়? একজন লিখেছেন, আপনার দিন ঘনিয়ে এল।’

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘একটা খেজুর খেয়েছি বলে আমার জাত চলে গেল? আপনাদের আমিই ব্লক করে দিয়েছি। আমার দরকার নেই। আমি চাই না এমন নোংরা মানসিকতার লোক আমার প্রোফাইলে থাকুক। আমি বিশ্বাস করি ভগবান একজন। আমার শাশুড়িমা এই মালিককে মানেন। উনি গরওয়ালি রাজপুত মহিলা, ওঁনার মা মুসলিম ছিলেন। আবার এটা নিয়ে কন্ট্রোভার্সি করবেন না। তবে এটা নয়, উনি মানেন বলে আমি মানি। আমি ছোট থেকেই বিশ্বাস করি ভগবান একজন।’

Next Article