সম্পর্ক অনেক দিনেরই। ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে আলাপ হয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখোপাধ্যায়ের (রাতুল একজন অভিনেতা এবং পরিচালক)। বন্ধুত্ব এবং তারপর সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। প্রেমের এই সম্পর্কের বয়স ৬ বছরে পা দিয়েছে কিছুদিন আগেই। সম্প্রতি দার্জিলিংয়ে ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের শুটিং করতে গিয়েছিলেন রূপাঞ্জনা। শুটিং শেষ হওয়ার পর নিজের পরিবারের সঙ্গে খানিক কোয়ালিটি সময় কাটাতে চেয়েছিলেন অভিনেত্রী। সেই কারণেই কলকাতা থেকে উড়ে এসেছিল তাঁর পুত্র রিয়ান এবং মনের বন্ধু রাতুল। এই মুহূর্তে পাহাড়ের কোলে পরিবারকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছেন রূপাঞ্জনা। সবটাই জানালেন TV9 বাংলাকে।
… এবং সেই ফাঁকেই বাগদান পর্ব সেরে ফেললেন একটি গির্জায় (মিরিকের ডন বস্কো গির্জা)। আড়ম্বর বলতে প্রিয়জনের সান্নিধ্য এবং দুটি আংটি ছাড়া কিছুই ছিল না তেমন। কিন্তু সেই সমস্ত ছবি রূপাঞ্জনা শেয়ার করেছেন তাঁর ফেসবুকে। সেই সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “সত্যি ভালবাসার কোনও শেষ থাকে না। আমাদের একসঙ্গে থাকার নতুন শুরু হল। আংটি বদল করলাম। আমরা এখন এনগেজড! রাতুল মুখোপাধ্যায়। ছবি তুলেছে আমার ছেলে রিয়ান মিত্র।”
এর আগে একটি বিশেষ প্রতিবেদনে নিজের প্রেমজীবন নিয়ে কথা বলতে গিয়ে রূপাঞ্জনা TV9 বাংলাকে বলেছিলেন, “আমি একটা মিষ্টি সম্পর্কে আছি। ২০১৭ সাল থেকে আমি একজন সিঙ্গল মাদার। আমার ডিভোর্স হয়েছে। আমাদের চারপাশে খোলা মনের চিন্তাভাবনার মানুষ খুবই কমে যাচ্ছে এখন। কিন্তু তার মধ্যেও সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে, যেটা খুবই স্পেশ্যাল। আমার ও রাতুলের বয়সের বেশ কিছুটা ব্যবধান রয়েছে। কিন্তু ওঁর মধ্যে আমি অনেক ম্যাচিওরিটি পেয়েছি। আমরা চাই, এই সম্পর্কের যেন একটি সুস্থ পরিণতি হয়। সেটা যদি বিয়ে হয়, তা হলে তাই…”।
অন্য়দিকে সেই প্রতিবেদনেই TV9 বাংলাকে রাতুল বলেছিলেন, “আমরা সম্পর্কে আছি প্রায় ৪-৫ বছর। ভাল আছি আমরা। সবচেয়ে বড় কথা, আমরা একে-অপরের খুবই ভাল বন্ধু। সেই জন্যই হয়তো আমাদের সম্পর্কটা টিকে গিয়েছে।”