Adil-Rakhi: ‘আমার নগ্ন ভিডিয়ো…’, জেল থেকে বেরিয়েই রাখির বিরুদ্ধে বিস্ফোরক আদিল

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 22, 2023 | 11:34 AM

Viral Video: রাখি সাওয়ান্ত তাঁর আগের স্বামীকে ডিভোর্স দেননি। শুধু তাই নয়, রাখি সাওয়ান্ত ভিডিয়ো কলে তাঁর নগ্ন ভিডিয়ো শুট করে রেখেছিলেন।

Adil-Rakhi: আমার নগ্ন ভিডিয়ো..., জেল থেকে বেরিয়েই রাখির বিরুদ্ধে বিস্ফোরক আদিল

Follow Us

আদিল খান ও রাখি সাওয়ান্ত। গত বছর ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিলেন এই জুটি। সোশ্যাল মিডিয়ায় সর্বাধিক চর্চিত এই জুটিকে নিয়ে চর্চা ছিল নিত্য। রাখি ও আদিল একে ওপরকে ভালবেসে নাকি বিয়েও করেছিলেন। কিন্তু বছর গড়াতে না গড়াতেই সবটা চোখের পলেক পাল্টে যায়। রাখি সাওয়ান্ত জানিয়েছিলেন তিনি নাকি আদিলের সঙ্গে থাকতে পারছেন না, কারণ আদিল তাঁকে ঠকিয়েছে। বিয়ের কথা সকলের সামনে চেপে গিয়েছিলেন তিনি। অন্য এক সম্পর্কেও জড়ানোর কথা প্রকাশ্যে আনেন আদিল খানের। কিন্তু সবটাই মানতে ছিলেন নারাজ আদিল। তিনি স্পষ্ট জানিয়েছিলেন তিনি নির্দোষ। যদিও রাখি সাওয়ান্তের অভিযোগের ভিত্তিতে তাঁর জেল হয়। এবার জামিন পেয়ে বাইরে এসেই এক সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক মন্তব্য করলেন আদিল।

স্পষ্ট জানিয়ে দিলেন তাঁকে ফাঁসানো হয়েছে। রাখি সাওয়ান্ত তাঁর আগের স্বামীকে ডিভোর্স দেননি। শুধু তাই নয়, রাখি সাওয়ান্ত ভিডিয়ো কলে তাঁর নগ্ন ভিডিয়ো শুট করে রেখেছিলেন। রাখির সঙ্গে সংসার করা এক কথায় অসম্ভব ছিল বলেই জানান আদিল। তাঁর কথায়, নারী সুৎক্ষা আইন ব্যবহার করে রাখি সাওয়ান্ত বহু দূর যেতে পারেন। এমন মহিলাদের থেকে দূরে থাকারই সব থেকে বেশি সুরক্ষার বলেই দাবি করেন এদিন আদিল। এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছিলেন, রাখি সাওয়ানের খরচ করার হাতও নেহাতই কম নয়। মোটা টাকা খরচ করে থাকেন তিনি। এক একটি পোশাক কিনতেন রাখি ১ লাখ টাকা খরচের। যা বহন করতে হত আদিলকেই। অভিযোগের পাহাড় প্রকাশ্যে আনেন এদিন আদিল খান। স্পষ্টই জানিয়েছিলেন তাঁকে ঠকানো হয়েছে। কারণ তাঁকে বলা হয়েছিল রাখি তাঁর থেকে ১১ বছরের ছোট। কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারের রাখি ১৯ বছরের ছোট।

Next Article