মিঠাই শেষ হওয়ার পর থেকেই আদৃত রায়কে নিয়ে জল্পনা তুঙ্গে। আবার কবে কাজে ফিরছেন তিনি। সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলে। ধারাবাহিক না কি সহঅভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর মতো তিনি বড়পর্দায় কাজ করবে। যদিও আদৃতের কেরিয়ার শুরু বড়পর্দা থেকেই। বর্তমানে তিনি ঠিক কী সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। এরই মাঝে খবর ছড়িয়ে পড়ে, আদৃত নাকি ধারাবাহিকে ফিরছেন, বিপরীতে থাকা অভিনেত্রী সৃজলা গুহ। তবে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলেই এবার উড়িয়ে দিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সকলের জন্য করলেন এক দীর্ঘ পোস্ট।
কী লিখলেন আদৃত–
”বহু মানুষ আমায় মেসেজ করছেন, ফোন করছেন, প্রশ্ন করছেন, আমি ধারাবাহিকে অভিনয় করছি কি না? আমি বেশ কিছু নিউজ পোর্টালও ঘেঁটে দেখলাম, যারা আমার বিষয় এই ধরনের খবর ছড়াচ্ছে। সবার উদ্দেশে বলছি, এই ধরনের খবর এড়িয়ে চলুন, যেভাবে আমি এড়িয়ে যাচ্ছি। এই বছর এরা তো আমায় দুবার মেরেও ফেলেছে। আমি দুর্ঘটনার কবলে পড়েছি, এমনটাও অনেকে জানিয়েছিলেন। এবার তারা স্থির করেছে যে মিথ্যে খবর ছড়াবে, আমি ধারাবাহিকে অভিনয় করছি। এই বিষয় আমার কিছুই জানা নেই। স্পষ্ট বলছি, এদের সূত্র এদের ভুল তথ্য দিচ্ছে। নয়তো তারা আমায় ভীষণ ভালবাসেন।
তারা যে সময় যে শ্রমটা আমার পিছনে দিয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। যাঁরা আমার শুভাকাঙ্খী, তাঁদের উদ্দেশে বলছি, আমি ভাল আছি, ভাল কিছুর জন্য নিজেকে প্রস্তুত করছি। শীঘ্রই সেই খবর আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এটাই একমাত্র জায়গা যেখান থেকে আপনারা সঠিক তথ্য, খবর পাবেন। এখানেই আমি সবার সঙ্গে যোগাযোগ রাখি (জানি আমি একটু অনিয়মিত, দুঃখিত তার জন্য)। এই ধরনের খবরে বিশ্বাস করবেন না। পেজ ভিউ পাওয়ার জন্য তাঁদের এই চেষ্টাকে আমি সম্মান করি। আমি তাদের সম্মান করি, তবে বিনা কারণে সকলের মধ্যে এই উত্তেজনাটা আমায় বিচলিত করে। সকলকে অনেক ভালবাসা।”