Hindi Serial: ইজ়রাইল-প্যালেস্টাইন যুদ্ধে প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন ছোট পর্দার নায়িকা মধুরা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 11, 2023 | 3:45 PM

Madhura Naik: মধুরা বলেছেন, "আমি মধুরা নায়ক। আমি একজন ভারতীয় বংশোদ্ভুত ইহুদি। ভারতবর্ষের মাত্র তিন হাজার ইহুদি বাস করে। ৭ অক্টোবর ইহুদি পরিবার তার এক কন্যা এবং তার পুত্রকে হারিয়েছে। ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে আমার কাজ়িনকেও।" 'নাগিন', 'পেয়ার কি ইয়ে এক কাহানি', 'ইস পেয়ার কো কেয়া নাম দুঁ', 'হামনে লি হ্যায় শপথ' এবং 'তুমহারি' পাখি ধারাবাহিককে অভিনয় করেছেন মধুরা।

Hindi Serial: ইজ়রাইল-প্যালেস্টাইন যুদ্ধে প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন ছোট পর্দার নায়িকা মধুরা
মধুরা নায়েক।

Follow Us

ইজ়রাইল-প্যালেস্টাইনের যুদ্ধ। সেখানে আটকা পড়েছিলেন বলিউডের অভিনেত্রী নুসরাত ভারুচা। বহু কষ্টে তিনি এবং তাঁর টিম ফিরেছেন দেশে। দেশে ফিরেই যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন নুসরত। একটি ভিডিয়ো মারফত বিবৃতিতে তিনি জানিয়েছেন, হোটেলের বেসমেন্টে লুকিয়ে ছিলেন নুসরতরা। হোটেল কর্মী, ট্য়াক্সি ড্রাইভারদের সাহায্যে পেয়ে কোনওমতে বিমানবন্দরে পৌঁছেছিলেন তাঁরা। তারপর সেখান থেকে দেশে ফিরেছেন। প্যালেস্টাইনের সেনারা ইজ়রাইলিদের বাড়ি থেকে বের করে তাঁদের হত্যা করেছে রাস্তাতেই। এমন দৃশ্য নিজের চোখে দেখেছেন নুসরত। এবার সেই একই রকম অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন বলিউডের টিভি তারকা মধুরা নায়েক।

ইজ়রাইল-প্যালেস্টাইনের যুদ্ধে আটকা পড়েছিলেন মধুরার আপনজনেরা। তাঁর তুতো বোন এবং তাঁর পরিবার। রবিবার উদ্ধার হয়েছে তাঁদের প্রত্যেকের মৃতদেহ। সোশ্যাল মিডিয়ায় মধুরা লিখেছেন, “ওদায়া, আমার বোন এবং তাঁর স্বামী, তাঁদের সন্তানসহ হামাস-সন্ত্রাসবাদীদের সম্মুখীন হয়েছিল। রবিবার তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়। আমার প্রিয় বোনের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছি। আমরা ওঁর ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা কোনওদিন ভুলব না। ওঁর এবং সন্ত্রাসবাদের কবলে পড়া বাকিদেরও আমরা মনে রাখব। তাদের আত্মার শান্তি কামনা করি।

মধুরা বলেছেন, ‘আমি মধুরা নায়ক। আমি একজন ভারতীয় বংশোদ্ভুত ইহুদি। ভারতবর্ষের মাত্র তিন হাজার ইহুদি বাস করে। ৭ অক্টোবর ইহুদি পরিবার তার এক কন্যা এবং তার পুত্রকে হারিয়েছে। ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে আমার কাজ়িনকেও।”

এর আগে ‘নাগিন’, ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’, ‘ইস পেয়ার কো কেয়া নাম দুঁ’, ‘হামনে লি হ্যায় শপথ’ এবং ‘তুমহারি’ পাখি ধারাবাহিককে অভিনয় করেছেন মধুরা।

Next Article