Ankush Hazra: ‘এটা রান্নাঘর নয়…’, অঙ্কুশের কাণ্ড দেখে হেসে লুটোপুটি ভক্তরা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 19, 2023 | 9:45 AM

Viral News:

Ankush Hazra: এটা রান্নাঘর নয়..., অঙ্কুশের কাণ্ড দেখে হেসে লুটোপুটি ভক্তরা

Follow Us

অঙ্কুশ হাজরা, মাঝে মধ্যেই মজার ছলে নানা পোস্ট করে থাকেন তিনি সোশ্যাল মিডিয়ার পাতায়। যা ঘিরে নেটিজ়েনদের মাঝে মুহূর্তে ওঠে খুশির রোল। ঝড়ের গতিতে ভাইরাল হয় এক একটি পোস্ট। সেই অঙ্কুশ হাজরাকে ঘিরেই নিত্য নতুন ঠাট্টা চলে ‘ডান্স বাংলা ডান্স’-এর সেটেও। বর্তমানে তিনি এই রিয়্যালিটি শোয়ে সঞ্চালনা করছেন তিনি। ছোট-বড় সকল প্রতিযোগীর সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে খুনসুটি করে চলেছেন তিনি। দর্শকেরা অঙ্কুশের এই অভিনয় বেশ পছন্দও করেন। একইভাবে তা উপভোগ করে থাকেন শোয়ে থাকা বিচারকেরাও। মিঠুন চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মৌনি রায় ও পূজা বন্দ্যোপাধ্যায়, কখনও না কখনও অঙ্কুশকে নিয়ে মজার মন্তব্য করেই থাকেন। আর যা পলকে ভাইরাল হয় ভক্তমনে।

তবে এবার ভক্তরা খানিকটা ট্রোলের নজরেই দেখলেন অঙ্কুশকে। সঞ্চালনা করছেন নাচের শো, তবে এ তো রান্নাবান্না কেন? এটা রান্না ঘর নয়, কমেন্ট সেকশনে উল্লেখও করছেন ভক্তরা। অগেও দেখা গিয়েছিল জুনিয়ার এক প্রতিযোগীকে মঞ্চে দেখে অঙ্কুশ বলেন, সে নাকি খুব ভাল রান্না করে। অঙ্কুশকে শেখাবে সিঙ্গারা রান্না। রেসিপি শুনে মিছিমিছি সিঙ্গারা বানাতে বসে পড়েন অঙ্কুশ। প্রতিটা ধাপে ধাপে যেভাবে অঙ্কুশ অভিনয় করে গেলেন, আলু কাটা থেকে শুরু করে সিঙ্গারা ভাজা, তা সকলের নজর কাড়ে। তা দেখেই মিঠুন চক্রবর্তী জানতে চেয়েছিলেন, অঙ্কুশ কি গোপনে ক্যাটারিং চালান?

এবার তিনি আবার নিজেই মিছিমিছি রান্না করতে লাগলেন। স্টেজেই গ্যাস ওভেনে বসিয়ে দিলেন রান্না। রীতিমত মজার এক রেসিপি সবার সঙ্গে ভাগ করে নিলেন তিনি। আর তাতেই বেজায় হাসির রোল নেটপাড়ায়। যদিও সকলকে হাসাতেই অঙ্কুশের এই কাণ্ড ঘটানো, তবে এবার যেন অন্যপথে চলে যাচ্ছে কমেডিটা, নাচের মঞ্চে রান্নাটা দেখে বোধহয় ভক্তরা খুব একটা মজা পেলেন না।

 

Next Article