‘ঝাঁসি কি রানি’র অভিনেত্রী অসনুর দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কত নম্বর পেলেন?
Ashnoor Kaur: ইতিমধ্যেই নিজের জন্য একটি ফ্ল্যাট কিনেছেন বলে জানান অসনুর। এত কম বয়সে এই স্বপ্নপূরণ করতে পেরে খুশি তিনি।
হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অসনুর কৌর। ব্যক্তিগত জীবনে সবে দ্বাদশ শ্রেণীর গন্ডি পেরলেন অভিনেত্রী। সূত্রের খবর, সদ্য ফলাফল প্রকাশিত হয়েছে। ৯৪ শতাংশ নম্বর পেয়েছেন তিনি।
এ প্রসঙ্গে সংবাদংমাধ্যনে অসনুর বলেন, “খুব ভাল লাগছে। ক্লাস টেনে আমি ৯৩ শতাংশ নম্বর পেয়েছিলাম। শুধু মনে হয়েছিল, তার থেকে যেন বেশি নম্বর পাই। পড়াশোনায় মন দেব বলে নতুন প্রজেক্টও নিইনি। সেটা কাজে লেগেছে। স্নাতক স্তরের পড়াশোনার জন্য বিদেশ যেতে চাই। অভিনয়ের পাশাপাশি ছবি তৈরি, পরিচালনাও শিখতে চাই।”
ইতিমধ্যেই নিজের জন্য একটি ফ্ল্যাট কিনেছেন বলে জানান অসনুর। এত কম বয়সে এই স্বপ্নপূরণ করতে পেরে খুশি তিনি। পরের বছরের শুরুর দিকেই নাকি নতুন ফ্ল্যাট তৈরি হয়ে যাবে। সপরিবার সেখানেই চলে যাবেন অভিনেত্রী।
‘ঝাঁসি কি রানি’, ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’, ‘পাটিয়ালা বেবস’-এ অসনুর অভিনয় দেখেছেন দর্শক। ‘সঞ্জু’, ‘মনমর্জিয়া’র মতো ছবিতে তিনি অভিনয় করেছেন। ভবিষ্যতেও পড়াশোনার পাশাপাশি সমানতালে অভিনয়ের কাজ চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন অসনুর।
আরও পড়ুন, জিয়া মৃত্যু মামলায় নয়া মোড়, ‘দোষ করলে ছেলে শাস্তি পাবে’, বললেন সূরজের মা