Reality Show: প্রথম পাঁচে এলেই মিলবে সেরা সুযোগ, ‘ সা রে গা মা পা’-র মঞ্চ জুড়ে চমকের পাহাড়!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 10, 2022 | 9:37 AM

Reality Show:এই প্রথম কোনও বাংলা রিয়্যালিটি শো-এ বিচারক হিসেবে দেখা যাবে গায়িকা রিচা শর্মাকে। থাকছেন শান্তনু মৈত্র এবং শ্রীকান্ত আচার্যও।

Reality Show: প্রথম পাঁচে এলেই মিলবে সেরা সুযোগ,  সা রে গা মা পা-র মঞ্চ জুড়ে চমকের পাহাড়!
' সা রে গা মা পা'-র মঞ্চ জুড়ে চমকের পাহাড়!

Follow Us

 

শুরু হতে চলেছে সঙ্গীত জগতের মহাযুদ্ধ। আসছে ‘সারেগামাপা’। এই প্রথম গানের রিয়ালিটি শো’টিতে মহাগুরুর আসনে দেখা যাবে পন্ডিত অজয় চক্রবর্তীকে। তবে শুধু যে মহাগুরুর আসনই তিনি থাকবেন এমনটা নয়। ওই রিয়ালিটি শো’য়ে প্রথম পাঁচে এলেই প্রতিযোগীর জন্য পণ্ডিতজি’র তরফে মিলবে এক সুবর্ণ সুযোগ। জানা যাচ্ছে তাঁর সঙ্গীত প্রতিষ্ঠান ‘শ্রুতিনন্দন’-এ নিজের হাতে ওই বাছাই করা পাঁচ জনকে তালিম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সঙ্গীতশিল্পীর কাছে এও কি কম পাওয়া?

থাকছে আরও নানা চমক। এই প্রথম কোনও বাংলা রিয়্যালিটি শো-এ বিচারক হিসেবে দেখা যাবে গায়িকা রিচা শর্মাকে। থাকছেন শান্তনু মৈত্র এবং শ্রীকান্ত আচার্যও। দেখা যাবে শান্তুনু মৈত্রকেও। ইমন চক্রবর্তী থেকে শুরু করে রাঘব চট্টোপাধ্যায়… বসতে চলেছে চাঁদের হাট। সঞ্চালনার দায়িত্ব সামলাবেন আবীর চট্টোপাধ্যায়। আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে এই রিয়ালিটি শো।

এই রিয়ালিটি শো’র হাত ধরেই জন্ম নিয়েছে বহু সফল গায়ক-গায়িকা। কেউ পাড়ি দিয়েছেন সুদূর মুম্বইয়ে আবার কেউ বা এ রাজ্যেই পেয়েছেন সাফল্য। এবার আরও একটা বছর। নির্মাতারা প্রতিশ্রুতিবদ্ধ। দর্শকের মনোরঞ্জনে যেন ঘাটতি না হয়ে সে ব্যাপারে সজাগ তাঁরা। প্রসঙ্গত, গত বছর এই রিয়ালিটি শো-ই পড়েছিল ট্রোলের মুখে। অর্কদীপ হয়েছিলেন প্রথম। আর এর পরেই নেটিজেনদের একটা বড় অংশ এনেছিল পক্ষপাতের অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছিল গায়িকা ইমন চক্রবর্তীর দিকে। তিনি ছিলেন অর্কদীপের মেন্টর। আর সে কারণেই তাঁর দিকেই উড়ে এসেছিল কটাক্ষের বাণ। যদিও ইমন ওই সব যাবতীয় অভিযোগকে নস্যাৎ করে সে সময় মুখ খুলেছিলেন। টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন অর্কদীপও। আবারও এক নতুন সিজন। এই সিজনে কী হয় তা জানতেই মুখিয়ে দর্শকেরা।

Next Article