কিছু মাস আগেই ‘উমা’ সিরিয়ালটি বন্ধ হয়েছে। শুরু হয়েছিল ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর। এক মহিলা ক্রিকেটারের জীবনকে কেন্দ্র করে ছিল এই ধারাবাহিকের গল্প। সুশান্ত দাসের এই সিরিয়াল দর্শকের ভাল লেগেছিল। খলনায়িকা আলিয়ার সমস্ত বদমাইশি ভেস্তে দিত সে একে-একে। উমার মধ্যে এমন কোনও চারিত্রিক বৈশিষ্ট ছিল না, যা দেখে তাকে খারাপ বলা যেতে পারে। কিন্তু এখন সে ‘দুষ্টুমেয়ে’ হয়ে গিয়েছে। উমা ফিরে এসেছে ‘পঞ্চমী’ সিরিয়ালে। খলনায়িকার রূপে। এখন সে ছল করতে শিখেছে। চরিত্রের নাম চিত্রা।
নায়িকা থেকে খলনায়িকা, খলনায়িকা থেকে নায়িকা, ভোল পাল্টাচ্ছে অভিনেত্রীদের ইমেজের। ‘স্টিরিওটিপিক্য়াল’ বলে থাকছে না কিছু আর। নিত্যনতুন চ্য়ালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তাঁরা। ঠিক যেমন শিঞ্জিনীর ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে। ‘ভাল’ নায়িকার খোলস ছেড়ে ‘দুষ্টু’ খলনায়িকার চরিত্রেই বলিষ্ঠ পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করছেন।
‘পঞ্চমী’ গ্রাম এবং শহরভিক্তিক একটি গল্প। তাতে মিশে আছে মাইথোলজিও। ‘ইচ্ছাধারী নাগিন’কে নিয়ে গল্প। পঞ্চমী নামের একটি মেয়ে। নীলকণ্ঠ বাবার মন্দিরে তার জন্ম। সেই মন্দিরের পুরোহিতের কাছে বড় হয় সেই মেয়ে। জন্মের সময় তার মা মারা যায়। মেয়েটির নাড়ির বদলে ছিল সাপ। সেই থেকে গ্রামের মানুষ তাকে মনে করতে থাকে অলৌকিক শক্তির অধিকারী। কিছু মানুষ কুল পরিচয় না থাকায় তাকে অবজ্ঞাও করে। সেই মেয়ে রূপান্তরিত হয় ইচ্ছাধারী নাগিনে। পঞ্চমীর চরিত্রে অভিনয় করেন সুস্মিতা দে। ‘মাধবীলতা’ সিরিয়ালটি বন্ধ হওয়ার পর শুরু হয়েছে ‘পঞ্চমী’। রাত ০৮.৩০টার স্লটে। নতুন সিরিয়াল হিসেবে ভালই ফল করতে শুরু করেছে এই ধারাবাহিক। টিআরপিতে ভাল জায়গাই রয়েছে এর।