Bigg Boss 15: ‘হাত নিচে কর…’, বিগবসে এন্ট্রি নিয়েই করণের সঙ্গে ঝামেলায় জড়ালেন রাখীর স্বামী

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 29, 2021 | 9:02 AM

প্রসঙ্গত, রাখী তাঁর স্বামীকে প্রকাশ্যে আনতেই শুরু হয়েছে হইচই। সলমন খান প্রশ্ন তুলেছিলেন, শো'র জন্য রাখি স্বামী 'ভাড়া' করে নিয়ে আসেননি তো? রাখী এর আগের সিজনে জানিয়েছিলেন তাঁর স্বামীর মাথায় রয়েছে টাক।

Bigg Boss 15: হাত নিচে কর..., বিগবসে এন্ট্রি নিয়েই করণের সঙ্গে ঝামেলায় জড়ালেন রাখীর স্বামী
কার্যত হাতাহাতিতে জড়ালেন ওঁরা।

Follow Us

বিগবসে এন্ট্রি নিয়েছেন রাখী সাওয়ান্তের স্বামী রিতেশ। যদিও সত্যিই তিনি রাখীর স্বামী কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খোদ সলমন খানও। তবু রাখির বয়ান অনুযায়ী সেই ব্যক্তিই তাঁর স্বামী, যিনি এতদিন ছিলেন অন্তরালে। কিন্তু এ কী? বিগবসে প্রবেশের সঙ্গে সঙ্গেই অন্য এক প্রতিযোগী করণ কুন্দ্রার সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়ালেন রিতেশ। ঠিক কী হয়েছিল?

বিগবসে স্পেশ্যাল অতিথি হয়ে এসেছেন নেহা ধুপিয়া। তিনি করণকে জিজ্ঞাসা করেন, ওই শো-য়ে সবচেয়ে বেশি কাওয়ার (ভীতু) কে? করণ জানান, তাঁর চোখে রিতেশ। যে ব্যবসার জন্য স্ত্রীকে ফেলে রেখে চলে যায় তিনি করণের চোখে ভীতুই। ‘এটা ব্যক্তিগত ব্যাপার’… এই বলে করণের প্রশ্ন এড়িয়ে গেলেও শীঘ্রই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ‘হাত নিচে রাখ…’, বলে করণের দিকে কার্যত ধেয়ে আসেন রিতেশ। কম যান না করণও। যা দেখে নেটিজেনদের বক্তব্য, শুধু রাখীই নন, তাঁর স্বামীও কম ‘এন্টারটেনার’ নন।

প্রসঙ্গত, রাখী তাঁর স্বামীকে প্রকাশ্যে আনতেই শুরু হয়েছে হইচই। সলমন খান প্রশ্ন তুলেছিলেন, শো’র জন্য রাখি স্বামী ‘ভাড়া’ করে নিয়ে আসেননি তো? রাখী এর আগের সিজনে জানিয়েছিলেন তাঁর স্বামীর মাথায় রয়েছে টাক। কিন্তু এই রিতেশের মাথা ভর্তি চুল খানিক ধন্দে ফেলেছে তাঁর অনুরাগীদের। যদিও রাখী এ কথাকে মানতে নারাজ। তিনি পরিষ্কার জানিয়েছেন, ওই ব্যক্তিই তাঁর স্বামী।

রাখি সাওয়ান্ত বিবাহিত নাকি ‘বিয়ের অভিনয়’ করছেন, নেটিজেনদের কাছে তা ছিল ধোঁয়াশা। রাখি দাবি করতেন তাঁর স্বামী রিতেশ প্রবাসী ভারতীয়। ক্যামেরার সামনে আসতে চান না। আর সে কারণেই রিতেশের কোনও ছবি প্রকাশ্যে আনতে পারেন না তিনি। এর আগের সিজনে বিগবস হাউজে প্রবেশের পর রাখি বিগবসের সামনে কান্নায় ভেঙে পড়ে একবার স্বামী রিতেশকে সামনে আসার আর্জি জানালেও রিতেশকে সে সিজনে আসতে দেখা যায়নি। তবে রাখীর ঘনিষ্ঠ বন্ধু কমেডিয়ান ভারতী সিং দাবি করেছিলেন রিতেশ রয়েছে, তিনি তাঁকে ভিডিয়ো কলে দেখেছেন। মিয়াঁ-বিবির রসায়ন বিগবস ১৫-র টিআরপি বৃদ্ধিতে কতটা সহায়ক হবে? বলবে সময়।