নুসরত জাহান যে সলমন খানের বিগবসের প্রস্তাব পেয়েছেন টলিউড ও বলিউডে এই খবর নতুন নয়। শোনা যাচ্ছে, তাঁর মুম্বই যাওয়া এক প্রকার পাকাই। সব ঠিক থাকলে তিনি অংশ নেবেন সলমন খানের ওই জনপ্রিয় রিয়ালিটি শো’য়ে। তুলে ধরবেন এমন কিছু কথা যা আগে কেউ কোনওদিনও জানতে পারেনি। তবে চমকের কিন্তু এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে বিগবসের এই সিজনে নুসরতের সঙ্গী হতে পারেন টেলিভিশনের আরও দুই জনপ্রিয় নায়িকা।
মুম্বইয়ের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘টেলিচক্কর’-এর সূত্র বলছে, এই সিজনে নাকি থাকতে পারেন ‘গোপী বহু’ জিয়া মানেক ও বিগবস ওটিটির প্রতিযোগী ঋদ্ধিমা পণ্ডিত। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি তাঁদের কাছে অফার পৌঁছেছে। কথা হচ্ছে, পারিশ্রমিক নিয়ে। সব যদি মিলে যায় তবে তাঁরা অংশ নেবেন এই সিজনে। গত বছর ওটিটি বিগবসে ঋদ্ধিমার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তবে খুব শীঘ্রই বিগবসে বাড়িকে বিদায় জানাতে হয়েছিল তাঁকে। দর্শকের ভোটের নিরিখে নয় বরং সহ প্রতিযোগীদের ভোটের ভিত্তিতেই বাদ পড়েছিলেন তিনি। তাঁর বাদ পড়াতে দর্শক মনে জমেছিল ক্ষোভ। অনেকেই অভিযোগ করেছিলেন, ঋদ্ধিমা শক্তিশালী অভিনেত্রী বলেই নাকি বাদ দেওয়া হয়েছে তাঁকে। অন্যদিকে প্রাক্তন ‘গোপী বহু’ যে টেলিভিশনে দর্শকদের বড় আদরের তা তো সকলেরই জানা। প্রশ্ন হন, টলিউডে ব্যাপক জনপ্রিয় হলেও নুসরত কি পারবেন জাতীয় টেলিভিশনে নিজেকে জনপ্রিয় করে তুলতে?
প্রসঙ্গত একদিকে যেমন নুসরতের বিগবস জার্নি একেবারে পাকা অন্যদিকে দিব্যা খোসলা কুমারের সঙ্গে বলিউডে অভিনয় করবেন যশ। প্রথম শিডিউল শেষ হয়ে গিয়েছে কবে আর দ্বিতীয় শিডিউলের জন্য কিছুদিন আগেই যশ উড়ে গিয়েছিলেন মুম্বই। আপাতত টলিউড নয় এই দুই কাছের মানুষের আস্তানা হতে চলেছে আরব সাগরের তীরের ওই মায়ানগরী। টলিউড কি তবে চলে যাবে বিস্মৃতির আড়ালে? সে উত্তর দেবে সময়।