‘গোপী বহু’ দেবলীনা ভট্টাচার্য বিয়ে করেছেন শানওয়াজ শেখ নামক এক ব্যক্তিকে। শাহনওয়াজ পেশায় জিম ট্রেনার। একেবারেই সাদামাঠা পরিবারের জন্ম তাঁর। তবে দেবলীনাকে বিয়ের পর থেকেই শানওয়াজকে নিয়ে চলছে জোর চর্চা। চর্চা না বলে বোধহয় কটাক্ষই বলা যায়। কখনও তিনি দেখতে কেমন তা নিয়ে চলছে বিশ্লেষণ। আবার কখনও বা শানওয়াজের ধর্ম নিয়েও চলছে কাটাছেঁড়া। তাঁর বিরুদ্ধে উঠেছে ‘লাভজিহাদের অভিযোগ’। এরই মধ্যে সামাজিক মাধ্যমে এক বিতর্কিত পোস্ট করেছেন দেবলীনা ভট্টাচার্যের ভাই অন্দীপ ভট্টাচার্য। পোস্টে কারও নাম উল্লেখ করেননি তিনি। তবে লিখেছেন, “আত্মকেন্দ্রিক মানুষ শুধু নিজের ভালটাই বোঝে। অন্য কারও প্রতি তাঁর কোনও সম্মান নেই। তারপরেই তাঁরা ভাবতে বসে সম্পর্ক কেন নষ্ট হল”? নেটিজেনদের একটা বড় অংশের ধারণা দিদির প্রতিই এ হেন কটাক্ষ তাঁর। যদিও দেবলীনা এ নিয়ে কোনও মুখ খোলেননি।
বিয়ে নিয়ে আপাতত সপ্তম স্বর্গে রয়েছেন দেবলীনা। চুপিসারে বিয়ে করলেও এখন আর কোনও রাখঢাক নেই। একের পর এক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। জানিয়েছেন শানওয়াজকে বিয়ে করে কতটা খুশি তিনি। বেশ কিছু বছর ধরেই সম্পর্কে রয়েছে তাঁরা। এবার এক নতুন জীবন শুরু হল দেবলীনা-শানওয়াজের।
প্রসঙ্গত, কিছু মাস আগেই অভিনেতা বিশাল সিংয়ের সঙ্গে তাঁর বাগদানের খবরে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। পরে যদিও জানা গিয়েছিল তাঁর ও বিশালের এক মিউজিক ভিডিয়ো প্রচারের উদ্দেশেই বাগদানের ‘নাটক’ করেছিলেন দেবলীনা। তবে এবার কোনও লুকোছাপা নেই। নতুন জীবন নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী।