টিআরপির তালিকায় শীর্ষে থাকা দুই ধারাবাহিকের নায়ক নায়িকার প্রেম? মিঠাই ধারাবাহিকের সৌমিতৃষা কুণ্ডু ও অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অভিনেতা দিব্যজ্যোতি রায় দুজনের নাকি এক প্রকার চুটিয়ে প্রেম করছেন। টলিপাড়ায় তেমনই খবর রটে সম্প্রতি। শুরুতে শোনা গিয়েছিলেন সৌমিতৃষা নাকি মন দিয়েছেন আদৃত অর্থাৎ উচ্ছেবাবুকেই। তবে সেই সম্পর্কের জল্পনা খুব বেশিদিন দানা বাঁধেনি। কিছুদিনের মধ্যেই সামনে আসে উচ্ছেবাবু ও তাঁর দিদিয়ার মধ্যে সম্পর্কের সমীকর তুঙ্গে। তবে সৌমিতৃষা কার সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন?
সদ্য একাধিক জায়গায় খবর ছড়িয়ে পড়ে তিনি হলেন দিব্যজ্যোতি দত্ত। এরপর TV9 বাংলার তরফ থেকে যোগাযোগ করা হয় দিব্যজ্যোতির সঙ্গে। খবর শুনে তিনি হেসেই ফেলেন। বললেন, এসবের সময় এখন নয়। কাজে মন দিতে চাই। কাজটাই করতে চাই। আমি কোনও সম্পর্কে নেই। কতজনের সঙ্গেই না রটছে। কেউ আর বাদ থাকল না। ফলে প্রেমের জল্পনায় জল ঢেলে অভিনেতা সাফ জানান, এখবর সত্য নয়। যদিও প্রেম গোপন রাখতে এই মন্তব্য কি না, তা স্পষ্ট হল না ভক্তদের কাছে।
প্রসঙ্গত, মিঠাই অর্থাৎ সৌমিতৃষা ভক্তদের এখন বেজায় মন খারাপ। বন্ধ হচ্ছে মিঠআই। প্রায় দু’বছর ধরে টেলিভিশনের পর্দায় দাপিয়ে বেরিয়েছে মিঠাই। একের পর এক মোড় ঘুরে গল্প এখন যে পর্যায়ে এসেছে তাতে প্রাথমিকভাবে অনেকেই বলেছিল এবার বোধহয় গল্পের বুনটে কোথাও খামটি দেখা যাচ্ছে। মিঠাই শেষ হয়ে যাওয়াই ভাল। তাই বলে সত্যিই শেষ হয়ে যাবে অনেকেই হয়তো অনুমান করতে পারেননি। হঠাৎ করি চ্যানেলে তরফ থেকে একটি প্রোমো সামনে আনায় সকলেই একপ্রকার অবাক। চলতি মাসের ২৩ তারিখ অর্থাৎ ২৩ এপ্রিল শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। এরপর থেকেই ভক্তদের মনে আবেগ- তুঙ্গে। চ্যানেলের তরফ থেকে পোস্ট করা মিঠাইয়ের প্রতিটি ফুটেজের নিচেই ভরে উঠছে কমেন্ট বক্স। ভক্তদের অনুরোধ যেন বন্ধ না করা হয়।