Love Sex Aur Dhoka: আসছে ‘লাভ সেক্স অউর ধোকা’র সিকুয়্যেল; কাস্ট নাকি বাছাই হবে ‘বিগ বস ১৬’-র বাড়ি থেকে
Love Sex Aur Dhoka Sequel: এমএমএস কাণ্ড, অনার কিলিং, স্টিং অপারেশনের মত বিষয়কে তুলে ধরা হয়েছিল এই গল্পের মাধ্যমে। ছবি মুক্তির প্রায় ১৩ বছর পর সেটির একটি সিকুয়্যেল তৈরির গন্ধ পাওয়া যাচ্ছে এখন।
২০১০ সালে একটি সাহসী ছবি তৈরির জন্য ইতিবাচকভাবে মাথা নেড়েছিলেন হিন্দি সিরিয়ালের অন্যতম নির্মাতা এবং রেট্রো যুগের সুপারস্টার জিতেন্দ্রর কন্যা একতা কাপুর। সেই ছবিটি জন্ম দিয়েছিল রাজকুমার রাওয়ের মত প্রতিভাবান অভিনেতারও। ছবির দৌলতে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন দিবাকর বন্দ্যোপাধ্যায়ের মত বাঙালি পরিচালকও। সেই ছবির নাম ‘লাভ সেক্স অউর ধোকা’। এমএমএস কাণ্ড, অনার কিলিং, স্টিং অপারেশনের মত বিষয়কে তুলে ধরা হয়েছিল এই গল্পের মাধ্যমে। ছবি মুক্তির প্রায় ১৩ বছর পর সেটির একটি সিকুয়্যেল তৈরির গন্ধ পাওয়া যাচ্ছে এখন।
‘লাভ সেক্স অউর ধোকা’র দ্বিতীয় কিস্তি আসতে চলেছে, এমনটাই গুজব সর্বত্র। শোনা যাচ্ছে, ছবিকে নিয়ে একটি বড়সড় ঘোষণা করবেন একতা কাপুর এবং দিবাকর বন্দ্যোপাধ্যায়। এবং সেই ঘোষণা তাঁরা করবেন বিগ বস ১৬-র বাড়িতে। শোনা যাচ্ছে, বালাজি টেলি ফিল্মসই প্রযোজনা করবে ‘লাভ সেক্স অউর ধোকা’র সিকুয়্যেল।
তবে কেন বিগ বস ১৬-র প্ল্যাটফর্মকেই ছবি ঘোষণার জন্য উপযুক্ত জায়গা হিসেবে ধরে নিয়েছেন নির্মাতারা, তার কারণ, প্রতিদিনই এই শো খবরের শিরোনামে উঠে আসে। তাই সেখানে ছবির ঘোষণা করলে অনেক সংখ্যক দর্শক তা জানতে পারবেন।
রাজকুমার রাও, নুসরাত ভারুচার মতো অভিনেতা- অভিনেত্রীদের ‘লাভ সেক্স অউর ধোকা’য-এ লাঞ্চ করেছিলেন একতা কাপুর। শোনা যাচ্ছে, তিনি নাকি বিগ বস ১৬ থেকেও এই ছবির জন্য তারকা নির্বাচন করতে পারেন।