তিন বছর ধরে যোগাযোগই নেই, প্রত্যুষাকে সাহায্য করার কোনও প্রশ্ন ওঠে না: ফারহান ইমরোজ

দুঃসময়ে প্রাক্তন প্রেমিকের কাছে সাহায্য চেয়েও নাকি কোনও উত্তর পাননি তিনি। ফারহানের দিকেও অভিযোগের তির ছোড়েন অভিনেত্রী। কিন্তু ফারহান তাঁর কী বক্তব্য? গোটা ঘটনায় ফারহানের থেকে টুঁ শব্দটি পায়নি কেউ।

তিন বছর ধরে যোগাযোগই নেই, প্রত্যুষাকে সাহায্য করার কোনও প্রশ্ন ওঠে না: ফারহান ইমরোজ
ফারহান-প্রত্যুষা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2021 | 10:17 PM

শেষ সাড়ে তিন বছরে এই মানুষটির সঙ্গে কোনও যোগাযোগ নেই।’ হ্যাঁ, কোনওরকম কোনও যোগাযোগ নেই প্রত্যুষা পালের সঙ্গে এমনটাই দাবি তাঁর প্রাক্তন প্রেমিক ফারহান ইমরোজের। সেই প্রত্যুষা পাল যাকে কেন্দ্র করে কিছুদিন আগে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল টলিপাড়ায়। টানা একবছর লাগাতার ধর্ষনের হুমকি আর কুপ্রস্তাবে ওষ্ঠাগত হয়ে উঠেছিল তাঁর জীবন। আর এই দুঃসময়ে প্রাক্তন প্রেমিকের কাছে সাহায্য চেয়েও নাকি কোনও উত্তর পাননি তিনি। ফারহানের দিকেও অভিযোগের তির ছোড়েন অভিনেত্রী। কিন্তু ফারহান তাঁর কী বক্তব্য? গোটা ঘটনায় ফারহানের থেকে টুঁ শব্দটি পায়নি কেউ।

অবশেষে TV9 বাংলার কাছে মুখ খুললেন ফারহান। বললেন, “ তিনসাড়ে তিন বছর হয়ে গিয়েছে। একটা সময় এই মানুষটির সঙ্গে কাজ করেছিলাম। আমার সাড়ে তিন বছর ধরে ওঁর সঙ্গে কোনওরকম কোনও যোগাযোগ নেই। ওঁর কথার কোনও ভিত্তিই নেই। যদি তদন্ত করা হয় তাহলে দেখা যাবে এই কয়েক বছরে কোনও কথাই হয়নি। ওঁর কোনও ব্যাপারে আমি থাকতে চাই না। আমি প্রত্যুষা সম্পর্কে কিছু জানতে ইচ্ছুকও নই।”

এ প্রসঙ্গে ফারহান আরও যোগ করেন, “আমি তাঁকে সাহায্য কেন করব যার সঙ্গে আমার কোনও রকম কোনও সম্পর্ক নেই। আমার কাছে পুরোপুরি অপরিচিত একজন। আর আমি সাড়ে তিন বছর আগেই এটা পরিষ্কার করে দিয়েছিলাম যে আমি ওঁর সঙ্গে কোনও ধরনের যোগাযোগ রাখতে রাজি নই। আমি নিজের জীবন নিয়ে খুশি।”

ফারহান টেলিভিশন জগতের খুবই জনপ্রিয় একটি মুখ। কিছুদিন আগে একটি টেলিফিল্মেও অভিনয় করতে দেখেছে দর্শক। আপাতত টেলিভিশনেই একটু নতুন কাজের প্রস্তুতি চলছে তাঁর। নিজের কাজ, অভিনয় জীবনকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এখন আপাতত এই লক্ষ্যেই ফারহান।

আরও পড়ুন:ন্যায় পেলেন প্রত্যুষা পাল; ধর্ষণের হুমকির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক যুবক