Mahalaya Shoot: এবার মা দুর্গা রূপে প্রথমবার টেলিভিশনে ঋতুপর্ণা সেনগুপ্ত

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Aug 10, 2022 | 11:43 PM

Mahalaya Shoot: পিতৃপক্ষ শেষ, মাতৃপক্ষ শুরু হয় মহালয়া দিয়ে। এই দিনের পর থেকে শুরু হয়ে যায় কাউন্ট ডাউন।

Mahalaya Shoot: এবার মা দুর্গা রূপে প্রথমবার টেলিভিশনে ঋতুপর্ণা সেনগুপ্ত
দেবী দুর্গা রূপে প্রথমবার ঋতুপর্ণা সেনগুপ্ত

Follow Us

প্রথমবার টেলিভিশনের পর্দায় ঋতুপর্ণা সেনগুপ্ত দশভুজারূপে। হ্যাঁ, প্রথমবার মহিষাসুরমর্দিনীরূপে টেলিভিশনে পাওয়া যাবে তাঁকে। কালার্স বাংলা চ্যানেলে এই বছরে মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের নাম ‘দেবী দশমহাবিদ্যা’। অভিনেত্রীর পাশাপাশি ঋতুপর্ণা একজন নৃত্যশিল্পীও। বিভিন্ন সময় তিনি নাচের অনুষ্ঠানও করে থাকেন। এবার দেবী দশভূজা রূপে মহিষাসুর বধ করবেন তিনি। আর মাসখানিক বাকি মহালয়ার। প্রতিটি টেলিভিশনে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি প্রতি বছরের মতোই। কে কোন অভিনেত্রীকে নিয়ে তাঁদের মা দুর্গা করবে, সেই নিয়ে চলেছে সাজোসজো রূপ। তার মধ্যেই সামনে এল ঋতুপর্ণার লুক মা দুর্গা রূপে।

পিতৃপক্ষ শেষ, মাতৃপক্ষ শুরু হয় মহালয়া দিয়ে। এই দিনের পর থেকে শুরু হয়ে যায় কাউন্ট ডাউন। মা দুর্গা তাঁর সন্তানদের নিয়ে আসবেন বাপের বাড়ি। বাঙালির কাছে এই কনসেপ্টেই হয় দুর্গা পুজা। আদিশক্তির বহু রূপের কথা বর্ণনা করা হয়েছে একাধিক পুরাণে। তার মধ্যে বাংলায় পূজিত বারোটি রূপ রয়েছে।

এর আগে টেলিভিশনের পর্দায় হেমা মালিনী, দেবশ্রী রায়, কোয়েল মল্লিক, শ্রাবন্তী, শুভশ্রী, মিমি চক্রবর্তী, সায়ন্তিকাকে দেখা গিয়েছে দেবী দুর্গা রূপে। করেছেন ‘শ্রীময়ী’ ইন্দ্রানী হালদার, ‘রাণি রাসমনি’ দিতিপ্রিয়া রায়ও।  অনেক চ্যানেলে দেবীর বিভিন্ন রূপকে তুলে ধরা হয়। সেখানে সেই চ্যানেলে অভিনীত অনেক অভিনেত্রীরাও থাকেন তাতে। যেমন, স্বস্তিকা দত্ত, ঊষসী রায়, সম্প্রীতি পোদ্দার, তিয়াসা রায়, দেবাদৃতা বসু, সুদীপ্তা রায়,  মধুমিতা, পায়েল দে প্রমুখকে মায়ের বিভিন্নরূপে দেখা গিয়েছে বিভিন্ন চ্যানেলে।

মহালয়া মানেই বাঙালির রেডিয়োতে ভোরবেলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দিনী শোনা। আজকাল অনেক টেলিভিশন চ্যানেল  তাদের মহলয়ার অনুষ্ঠানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী অংশ ব্যবহার করে থাকে।

কার্লাসের এই বছরের দেবীবন্দনায় আর কী কী হতে চলেছে তা জানা যাবে আস্তে আস্তে। সবে সামনে এল ঋতুপর্ণার লুক মা দুর্গারূপে।

 

Next Article