TRP: তিনে নেমে গেল ‘জগদ্ধাত্রী’, পুজোর মরসুমে প্রথম-দ্বিতীয় কারা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 19, 2023 | 6:05 PM

Bengali Serial: এই সপ্তাহে গড়ে নম্বর কমেছে প্রায় সব ধারাবাহিকেরই। নেপথ্যে রয়েছে দু'টি কারণ। এক বিশ্বকাপ চলছে, তাই ড্রয়িংরুমে রিমোট নিয়ে কাড়াকাড়ি লেগেই আছে। অন্যদিকে পুজো এসে গিয়েছে। সে কারণে নিয়মিত ধারাবাহিক দেখা হচ্ছে না অনেকেরই। আগামী সপ্তাহে পুজোর মধ্যে কেমন আসে টিআরপি এখন সেটাই দেখার।

TRP: তিনে নেমে গেল জগদ্ধাত্রী, পুজোর মরসুমে প্রথম-দ্বিতীয় কারা?
বড় ঘোষণা সলমনের

Follow Us

টিআরপি তালিকায় কখন যে কী হয়, তা হলফ করে বলা মুশকিল। আজ যে ধারাবাহিক প্রথমে তা যে হুট করে পাঁচে নেমে যাবে না তা কেই বা বলতে পারে? এই যেমন ‘জগদ্ধাত্রী’– বিগত বেশ কিছু সময় ধরে এই ধারাবাহিকটিকে কিছুতেই টলানো যাচ্ছিল না। দ্বিতীয় তো বটেই, কখনও সখনও প্রথম স্থানেও জায়গা করে চ্যানেলের মান রাখছিল ধারাবাহিকটি। কিন্তু এই সপ্তাহে সব সমীকরণ ঘেঁটে ঘ। প্রথম স্থানে এই সপ্তাহে ‘অনুরাগের ছোঁয়া’ থাকলেও, ‘জগদ্ধাত্রী’ পৌঁছে গিয়েছে এক্কেবারে তৃতীয় স্থানে। এই সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৭.৫। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে একজোড়া ধারাবাহিক– ‘নিম ফুলের মধু’ ও ‘ফুলকি’। ওই দুই ধারাবাহিকই পেয়েচঝে ৭.৬।

চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ‘কার কাছে কই মনের কথা’। বিগত বেশ কিছু দিন ধরেই ওই ধারাবাহিকের পারফরম্যান্স বেশ ভাল। টানটান প্লট, শিমুলের সংগ্রাম– সব মিলিয়ে দর্শক ওই ধারাবাহিকটিকে বেশ ভালভাবেই গ্রহণ করেছে। পঞ্চম স্থানে যে ধারাবাহিকটি রয়েছে সেই ধারাবাহিকেরও বয়স কিন্তু খুব একটা বেশি নয়। অপরাজিতা আঢ্যের ধারাবাহিক ‘জল থই থই ভালবাসা’। ওই ধারাবাহিক পেয়েছে ৬.৫। ওই ধারাবাহিকে রয়েছে একগুচ্ছ স্টারকাস্ট। ষষ্ঠ স্থানে একই নম্বর পেয়ে জায়গা করে নিয়েছে তিন-তিনটে ধারাবাহিক। সেগুলি হল ‘রাঙা বউ’, ‘লাভ বিয়ে আজকাল’ ও ‘তুঁতে’। ওই তিনটি ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৬.৪। সপ্তম স্থানে ৬.২ নম্বর পেয়ে জায়গা করে নিয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’ ও ‘সন্ধ্যাতারা’। অষ্টম স্থানে রয়েছে আরও এক নতুন ধারাবাহিক। তা হল ‘তোমাদের রানি’। ওই ধারাবাহিক পেয়েছে ৫.৫। নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রম ‘ইচ্ছে পুতুল’ ও ‘বাংলা মিডিয়াম’। বিদায়ঘণ্টা বেজে গিয়েছে বাংলা মিডিয়ামের। কিন্তু তা সত্ত্বেও প্রথম দশে এখনও জায়গা করে নিচ্ছে ধারাবাহিক। হারিয়ে দিচ্ছে নতুন শুরু হওয়া অনেক ধারাবাহিককে।

এই সপ্তাহে গড়ে নম্বর কমেছে প্রায় সব ধারাবাহিকেরই। নেপথ্যে রয়েছে দু’টি কারণ। এক বিশ্বকাপ চলছে, তাই ড্রয়িংরুমে রিমোট নিয়ে কাড়াকাড়ি লেগেই আছে। অন্যদিকে পুজো এসে গিয়েছে। সে কারণে নিয়মিত ধারাবাহিক দেখা হচ্ছে না অনেকেরই। আগামী সপ্তাহে পুজোর মধ্যে কেমন আসে টিআরপি এখন সেটাই দেখার।

Next Article