TRP: রূপার বিদায়ে আরও কমল ‘মেয়েবেলা’র টিআরপি! ‘জগদ্ধাত্রী’র উপরেও খাঁড়া

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 25, 2023 | 5:25 PM

TRP: টিআরপি বড়ই অদ্ভুত। এখানে আজ সে রাজা, কাল সে ফকির। আরও এক বৃহস্পতিবার। আরও একবার প্রকাশ্যে টিআরপির তালিকা। কে হল প্রথম, কেই বা হল দ্বিতীয়? দেখে নিন এক ঝলকে।

TRP: রূপার বিদায়ে আরও কমল মেয়েবেলার টিআরপি! জগদ্ধাত্রীর উপরেও খাঁড়া
আরও কমল 'মেয়েবেলা'র টিআরপি

Follow Us

 

টিআরপি বড়ই অদ্ভুত। এখানে আজ সে রাজা, কাল সে ফকির। আরও এক বৃহস্পতিবার। আরও একবার প্রকাশ্যে টিআরপির তালিকা। কে হল প্রথম, কেই বা হল দ্বিতীয়? দেখে নিন এক ঝলকে। গত সপ্তাহে যৌথভাবে প্রথম হয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘জগদ্ধাত্রী’। দু’জনেই পেয়েছিল ৭.৮। তবে এই সপ্তাহে খেলা গেল ঘুরে। ছিটকে গেল ‘জগদ্ধাত্রী’। প্রথম স্থান একাই দখল করে রাখল ‘অনুরাগের ছোঁয়া’। এই সপ্তাহে ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫। অন্যদিকে ‘জগদ্ধাত্রী’ পেয়েহে ৭.০। গত সপ্তাহের থেকে নম্বর কমেছে বেশ অনেকটাই। প্রশ্ন হল, তৃতীয় স্থানে তবে রইল কে? ‘গৌরী এল’ রয়েছেন তিন নম্বরে। অন্যদিকে চতুর্থ স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। সে পেয়েছে ৬.৪। আগের সপ্তাহের থেকে কিন্তু সব ধারাবাহিকেরই নম্বর কমেছে। নম্বর বাড়েনি ঠিকই, তবে র‍্যাঙ্কিংয়ের দিক দিয়ে কিছুটা উপরে উঠেছে ‘বাংলা মিডিয়াম’। ওই ধারাবাহিক পেয়েছে ‘৫.৫। ওই একই নম্বর পেয়ে ওই একই স্থানে রয়েছে ‘রাঙা বউ’।

অন্যদিকে এর পরেই ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে ‘পঞ্চমী’, ‘এক্কা দোক্কা’, ‘হরোগৌরী পাইস হোটেল’ ও ‘মেয়েবেলা’। ‘হরগৌরী’ ও ‘মেয়েবেলা’ এই দুই ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর প্রায় সমান। সে পেয়েছে ৪.৭। তবে মেয়েবেলার নম্বর কিন্তু রূপা গঙ্গোপাধ্যায় যাওয়ার পর থেকে ক্রমশ কমছে। গত সপ্তাহে ওই ধারাবাহিকের নম্বর ছিল ৫.২। এই সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে ৪.৭-এ। অন্যদিকে নবম স্থানে রয়েছে ‘খেলনাবাড়ি’ আর দশম স্থানে রয়েছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। প্রথম দশে নেই ‘মিঠাই’। বিদায়ঘণ্টা যে বেজে গিয়েছে, সে প্রমাণ যেন মিলেছে আবারও।

 

কিছু দিন আগে পর্যন্তও একটা ট্রেন্ড দেখা গিয়েছিল টিআরপির অঙ্কে। কোনও ধারাবাহিকই ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি স্থান ধরে রাখতে পারছিল না। তবে ‘অনুরাগের ছোঁয়া’, ‘জগদ্ধাত্রী’ ও ‘গৌরী এল’ সেই ট্রেন্ডকেই যেন ভুল প্রমাণ করছে। কিন্তু টিআরপি বড়ই অদ্ভুত। কখন যে কী হয়, তা বলা মুশকিল। আজ যে নেই প্রথম দশেও কাল সে প্রথম হবে না, কে বলতে পারে?

Next Article